Bangla News Dunia, বাপ্পাদিত্য:- UPI ব্যবহার করে প্রতারণার পাশাপাশি পিন চুরি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন অনেকে। সমস্যা তো তৈরি হয় কিন্তু সমাধান কীভাবে? এই প্রতিবেদনে জেনে নিন অনলাইন ফ্রড হলে তারপর কী কী করণীয়?
যত দিন যাচ্ছে ততই সাইবার প্রতারণার শিকার হতে হচ্ছে অনেককে। ক্রেডিট ও ডেবিট কার্ড থেকে টাকা চুরি, UPI ব্যবহার করে প্রতারণার পাশাপাশি পিন চুরি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন অনেকে। সমস্যা তো তৈরি হয় কিন্তু সমাধান কীভাবে? এই প্রতিবেদনে জেনে নিন অনলাইন ফ্রড হলে তারপর কী কী করণীয়?
UPI পিন পরিবর্তন-
বর্তমানে সবথেকে বেশি UPI প্রতারণার ঘটনা প্রায়শই ঘটে। লক্ষ লক্ষ টাকা খোয়াতে হয় সাধারণ মানুষকে। একটু ভুল করলেই বড় বিপদ। ফাঁকা হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ধরনের ঘটনা ঘটলে সর্বপ্রথম UPI পিন পরিবর্তন করা দরকার। শুধু তাই নয়, অবাঞ্ছিত কল বন্ধ করতে DND অ্যাক্টিভেট করা দরকার।
আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।
NFC স্ক্যাম-
ATM কার্ড NFC-তে অ্য়াকটিভ থাকলে তার মাধ্যমেও লক্ষাধিক টাকা চুরি করে নিতে পারে প্রতারকরা। সেকারণে সচেতন থাকা প্রয়োজন। প্রয়োজনে NFC বন্ধ জরুরি।
ATM কার্ডে প্রতারণা-
ATM ক্লোনিং-এর মাধ্যমে প্রতারণা হয়। প্রতারকরা ক্লোনিং ডিভাইস-এর মাধ্যমে ক্লোন করে। সেকারণে যেকোনও ATM ব্যবহার করার সময় সচেতন হওয়া প্রয়োজন।
ফিশিং সাইট-
প্রতারকরা অনেক সময় ফিশিং সাইট ব্যবহার করেন। যার মাধ্যমে ATM কার্ডের তথ্য চুরি করে নেয় প্রতারকরা। বড় বিুপদের আশঙ্কা থাকে যে কোনও সময়।
সমাধান কীভাবে?
প্রতারণার কোনও ঘটনা বন্ধ করতে হলে সচেতন থাকতে হবে। কোনও অবস্থাতেই পিন, বা ফিশিং সাইটে কোনও ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। এমনকি, OTP শেয়ার করার ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি।
আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন