সীমান্ত এলাকায় পরিতক্ত ড্রোন, বাংলাদেশি নজরদারির আশঙ্কা !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারত-বাংলাদশ সীমান্তের ৩০০ মিটারের মধ্যে ধানক্ষেত থেকে উদ্ধার হল সন্দেহজনক ড্রোন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই অত্যাধুনিক ড্রোনটি বাংলাদেশের। যদিও এই ব্যাপারে স্পষ্টভাবে এখন কিছু জানা যায়নি। উল্লেখ্য, ত্রিপুরায় প্রায় ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। যার বেশিরভাগটাই কাটাঁতার দিয়ে ঘেরা হলেও কিছু অংশে এখন নেই কাঁটাতার।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

সূত্রের খবর, দক্ষিণ ত্রিপুরার বল্লুমুখা গ্রাম থেকে এই ড্রোনটি উদ্ধার হয়। ড্রোনটি প্রথমে নজরে আসে এক পুলিশ কনস্টেবলের। এরপরেই তিনি বিষয়টি জানান বেলনিয়া থানায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ড্রোনটির ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। সীমান্ত এলাকায় এমন একটি অত্যাধুনিক ড্রোন মেলায় স্বাভাবিভাবেই তা কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে প্রশাসনের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন