Bangla News Dunia, Pallab : বিএসএফের গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী। শনিবার বিএসএফের একজন মুখপাত্র দাবি করেছেন, সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে। শুক্রবার মধ্যরাতে আরএস পুরা সেক্টরের আব্দুলিয়ান সীমান্ত ফাঁড়ি এলাকায় ওই পাক অনুপ্রবেশকারীকে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখা যায়। জওয়ানরা সতর্ক করলেও সে তাতে কান দেয়নি। উলটে সীমান্ত টপকে ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের গুলিতে নিহত হয় ওই অনুপ্রবেশকারী। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
প্রসঙ্গত, গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি এলাকায় ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছিল পাঁচ পাক অনুপ্রবেশকারীর। সেদিন পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালায়। একই সঙ্গে গুলি চালায় অনুপ্রবেশকারীরাও। কাঁটাতারের বেড়া টপকে অনুপ্রবেশকারীদের এদেশে ঢুকতে মদত দিচ্ছিল পাক সেনা। সেই সময় তাদের কড়া জবাব দেন ভারতীয় জওয়ানরা। তাঁদের গুলিতে অন্তত পাঁচ পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। তারপরই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা।