সুনামির ধাক্কা আমেরিকাতেও ! ওয়াশিংটন-ক্যালিফোর্নিয়া উপকূলে আছড়ে পড়ল ঢেউ, সতর্ক প্রশাসন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এবার সুনামির ঢেউ আছড়ে পড়ল মার্কিন পশ্চিম উপকূলে (Tsunami in US)। ওয়াশিংটন (Washington), ওরেগন (Oregon) এবং ক্যালিফোর্নিয়া (California) উপকূলে নজরে এসেছে সুনামির ঢেউ। সূত্রের খবর, এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার অ্যারেনা কোভে সর্বোচ্চ ১.৬ ফুট ঢেউয়ের উচ্চতা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ক্রিসেন্ট সিটিতে ১.৫ ফুট এবং মন্টেরেতে ১.৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে যে, আরও কয়েক ঘণ্টা বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। সেজন্য জনসাধারণকে উপকূলবর্তী এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন

এদিকে, উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে সুনামি সীমাবদ্ধ রয়েছে। তবে ক্যালিফোর্নিয়া উপকূলের বাকি অংশ যেমন সান ফ্রান্সিসকো উপসাগরীয় অঞ্চল সহ ওরেগন এবং ওয়াশিংটন উপকূলে সুনামির সতর্কতা এখনও সক্রিয় রয়েছে।

অন্যদিকে, হাওয়াইয়ের মাউই দ্বীপের উত্তর-মধ্য উপকূলে অবস্থিত কাহুলুইতে ৫ ফুটের বেশি উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে দেখা গিয়েছে (Maui island in Hawaii)। পাশাপাশি হনলুলুতে (Honolulu) সুনামির কারণে বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি ঘুরপথেও বিমানগুলিকে চালানো হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজও জরুরি পরিস্থিতির জন্য সতর্ক রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার (Russia earthquake) পূর্ব কামচাটকা উপদ্বীপ বুধবার (ভারতীয় সময়) শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৮.৮। সেই ভূমিকম্পের পরেই রাশিয়ার কুরিল দীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোক্কাইডোর বেশ কিছু এলাকায় আছড়ে পড়েছে সুনামি। সুনামির সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি দেশেও। ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন