Bangla News Dunia, Pallab : সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের। নির্দিষ্টভাবে শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ করার সুযোগ দিল শীর্ষ আদালত। গত ৩ এপ্রিল চাকরি বাতিল মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। এই রায়ে চাকরিচ্যুত হন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
এরপর বিষয়টি নিয়ে পর্ষদের তরফে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার আদালত জানিয়েছে, নির্দিষ্টভাবে শনাক্ত না হওয়া শিক্ষকরা কাজে যোগ দিতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের কাজে সুযোগ দেওয়া হয়েছে।
শীর্ষ আদালতের বিচারপতি বলেছেন, ‘আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত।’ সেকারণেই এই নির্দেশ। তবে সুপ্রিম কোর্ট একই সঙ্গে এও জানিয়েছে, নতুন করে নিয়োগের জন্য ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এই নির্দেশের ফলে কেউ কোনও বিশেষ সবিধা পাবেন না জানিয়েছে আদালত।