Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দাম দিলেই এটিএম থেকে বেরিয়ে আসবে সোনা বা রুপোর কয়েন ৷ গুজরাতে প্রথম গোল্ড কয়েন এটিএম চালু হল সুরাতে ৷ এই এটিএম থেকে যে কোনও সময় সোনা এবং রুপোর কয়েন কেনা যাবে ৷ কারণ, টাকা তোলার এটিএম-এর মতো গোল্ড এটিএমও 24 ঘণ্টাই খোলা ৷
গোল্ড কয়েন কোম্পানির উদ্যোগে গোল্ড কয়েন এটিএম চালু হয়েছে সুরাতে ৷ এখানে এক গ্রাম থেকে শুরু করে 25 গ্রাম পর্যন্ত সোনার কয়েন পাওয়া যাবে ৷ শহরের ডি. কৌশল দাস জুয়েলার্স দোকানে এই গোল্ড কয়েন এটিএম রয়েছে ৷ দোকানের কর্ণধার দীপক চোকসি জানান, এতে মানুষ গভীর রাতে অথবা ভোরে সোনা বা রুপোর কয়েন কিনতে পারবেন ৷ এটিএম কার্ড, ডিজিটাল কার্ড অথবা ইউপিআই-এর মাধ্যমে এই কয়েন কেনা যাবে ৷
গোল্ড কয়েনের প্রধান প্রশাসনিক আধিকারিক প্রতাপভাই জানান, গোল্ড এটিএম মেশিনটির ওজন 600 কিলো ৷ এটিএম মেশিন এবং ক্রেতাদের নিরাপত্তার কথা চিন্তা করে এর চারদিকে একাধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে ৷ এই মেশিনে কোনও রকম জালিয়াতি করা যাবে না ৷ আন্তর্জাতিক স্তরে সোনার দর ওঠা-নামা করলে, সেই তথ্য সঙ্গে সঙ্গে এটিএম স্ক্রিনে ভেসে উঠবে ৷ চাইলে এই এটিএম মেশিনের মাধ্যমে প্রতিদিন 100টি সোনার কয়েনও কেনা সম্ভব ৷
এর আগে 2022 সালে দেশে প্রথম তেলেঙ্গানার হায়দরবাদে এই গোল্ড কয়েন এটিএম বসানো হয়েছিল ৷ বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে ভারতীয়রা সোনা-রুপোর জিনিসপত্র কিনে থাকেন ৷ সেই সময় এই এটিএম মেশিন ব্যবহার করে সহজেই তাঁরা সোনা বা রুপোর কয়েন কিনতে পারবেন ৷
আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন