Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেলে জাল নিয়োগ চক্র ফাঁস ৷ হাওড়া স্টেশনে পাকড়াও করা হল ভুয়ো রেলের টিকিট পরীক্ষককে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ৷ ছদ্মবেশে থাকা ওই ব্যক্তিকে ধরে ফেললেন খড়গপুর ডিভিশনের বাণিজ্যিক বিভাগের সিটিআই বাইনচার্জ দেবদুলাল ভট্টাচার্য ও তাঁর দল । সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পারেন, তিনি রেলের প্রকৃত কর্মচারী নন । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো পরিচয়পত্র ।
রেল সূত্রে জানা গিয়েছে, ‘রেল কর্মী’ সাজিয়ে দীর্ঘদিন ধরেই হাওড়া ও শিয়ালদা স্টেশনে এমন প্রতারণামূলক কাজ করছেন তিনি ও তাঁর 2-3 জন সঙ্গী । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রাউনিত রাজ শ জানান, একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র ভুয়ো রেল নিয়োগ, নকল প্রশিক্ষণ ও আইডি কার্ড দিয়ে তাঁদের এই কাজে লাগাচ্ছে । প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতকে পূর্ব রেলের আরপিএফ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন:- বড় খবর! এবার থেকে মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষরাও ।
খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম ও মুখপাত্র নিশান্ত কুমার বলেন, “এই ঘটনা সতর্কতা ও রেলকর্মীদের নিষ্ঠার এক অনন্য উদাহরণ । আমাদের দল ময়দানে নেমে প্রতারকদের ধরতে বদ্ধপরিকর ।” খড়গপুর শাখার ডিআরএম কে আর চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, “রেল এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সম্পূর্ণভাবে শূন্য-সহনশীল নীতি গ্রহণ করেছে । এই অভিযান আরও জোরদার করতে হবে ।”
রেলের বাণিজ্যিক ও নিরাপত্তা বিভাগ সমন্বয়ে নিয়মিত অভিযান চালাচ্ছে, যাতে এমন প্রতারকদের আগে থেকেই চিহ্নিত করে আটক করা যায় ।
আরও পড়ুন:- ঠিক এই ভুলে গরমে বার্স্ট করে ফ্রিজ, সাবধান না হলেই শেষ…