Bangla News Dunia, Pallab : নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালের ১৪ অগাস্ট এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। ১২ বছর পর এই প্রকল্প কতটা সফল, বৃহস্পতিবার সেই খতিয়ান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ‘কন্যাশ্রী’দের প্রতি দিয়েছেন বার্তাও।
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR
মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। বিশ্ব, দেশ, বাংলাজুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অভিনন্দন। সমাজে মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে এত অল্প সময়ে এত বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই। তাইতো বিশ্বের দরবারেও এটা এত আদৃত – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী।’
তাঁর সংযোজন, ‘আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনও ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন।’ ওই পোস্টে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’ রয়েছে। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা।
কন্যাশ্রীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ‘দেশের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পরবে।’ অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় ‘কন্যাশ্রী’ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট