১৮ বছরের দূরত্ব, পরিচালক অনুভবের সঙ্গে কেন কথা বলেন না অজয়?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দূরত্ব বাড়লে কি আজকের দিনেও সত্যিই যোগাযোগ থেমে যায়? সত্যি বলতে বাস্তবে এই অভিজ্ঞতা সকলের আলাদা। ‘আর্টিকল ফিফটিন’ খ্যাত অভিনেতা অনুভব সিনহা। তাঁর সঙ্গে নাকি দীর্ঘ ১৮ বছর কোনও কথা নেই অভিনেতা অজয় দেবগনের। ২০০৭ সালে অনুভব পরিচালিত ‘ক্যাশ’ ছবিতে অভিনয় করেছেন তিনি। যেখানে অজয় ​​দেবগন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে, এটিই ছিল তাঁদের শেষ ছবি। যেখানে দু’জন একসঙ্গে কাজ করেছিলেন।

এর পর তাঁদের মধ্যে আর কাজ বা অন্য কোনও বিষয়ে কথা হয়নি। একটি সাক্ষাৎকারে সম্প্রতি পরিচালক জানিয়েছেন, গত ১৮ বছর ধরে তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেননি। যদিও তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন। কিন্তু অভিনেতার তরফে কোনও সাড়া মেলেনি বলেই দাবি পরিচালকের। ‘দ্য লালনটপ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অজয় দেবগনের সঙ্গে তাঁর কথা বন্ধের কথা বলেছেন অনুভব। তিনি বলেন, ‘কোনও ঝগড়া নেই। তাও অজয় আমার সঙ্গে কথা বলেন না।’

পরিচালকের কথায়, ‘যদিও আমি তাঁকে দু’-তিনবার মেসেজ করেছি। কিন্তু কোনও উত্তর পাইনি। তাই আমি নিজেকে বুঝিয়েছি যে হয়তো তিনি আমার মেসেজ মিস করে গিয়েছেন। কিন্তু আমাদের কথা বন্ধ প্রায় ১৮ বছর হয়ে গিয়েছে।’ কখনও কোনও মতপার্থক্য না হওয়া সত্ত্বেও কেন একে অন্যের সঙ্গে কথা বলেন না তাঁরা?

অনুভব অবশ্য অজয়কে তাঁর প্রিয় মানুষদের একজন বলেই অভিহিত করেছেন। তাঁর কথায়, একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবেও তিনি সবসময় অজয়কে পছন্দ করেন। পরিচালকের মতে, কোনও বন্ধু বিপদে পড়েছে এই খবর পেলে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন অজয়। তাই হয়তো বা কখনও ঘুচবে দূরত্ব। সম্পর্কও ঠিক হয়ে যাবে তাঁদের মধ্যে বলেই বিশ্বাস অনুভবের।

আরও পড়ুন:- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন