১৯ বছর বয়সে পরিচালকের হাতে হয়রানি, মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউড টু হলিউড। একটা সময় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা খুব সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার জন্য। ইন্ডাস্ট্রিতে কেউ ছিল না তাঁর পরিবারের। তবু খুব অল্প সময়ে নাম করেছেন তিনি। সম্প্রতি প্রিয়াঙ্কা একটি সাক্ষাৎকারে তাঁর সংগ্রামের দিনগুলির কথা বলেছেন। সেই সময় ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। গ্ল্যামার জগতে পা রাখতে তাঁকে কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে জানেন? ১৯ বছর বয়সের সেই ঘটনা ভাগ করলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা সম্প্রতি ‘ফোর্বস পাওয়ার উইমেন সামিটে’ বক্তৃতা দেওয়ার সময় তাঁর ইন্ডাস্ট্রির শুরুর দিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। একজন পরিচালকের দ্বারা হেনস্থা হন অভিনেত্রী। তিনি বলেন, যখন তিনি পরিচালককে সিনেমার পোশাকের জন্য স্টাইলিস্টের সঙ্গে কথা বলতে বলেছিলেন, তখন পরিচালক এমন কিছু প্রস্তাব দেন, যা শুনে প্রিয়াঙ্কা অবাক হয়ে গিয়েছিলেন।

প্রিয়াঙ্কা বলেন, তিনি পোশাক নিয়ে স্টাইলিস্টের সঙ্গে কথা বলতে একদিন ফোন করেন। ফোনটি তোলেন পরিচালক। সেই সময় পরিচালক তাঁর অন্তর্বাস দেখতে চান। একবার নয়, চারবার অভিনেত্রীর অন্তর্বাস দেখার আবদার করেছিলেন পরিচালক, বলে জানান প্রিয়াঙ্কা।

সেদিনের ঘটনা আজও ভুলতে পারেনি প্রিয়াঙ্কা। তিনি সম্পূর্ণ ভেঙে পড়েন এবং ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনেত্রী বলেন, তিনি তাঁর মাকে বিষয়টি জানিয়েছিলেন। তবে সেই পরিচালকের সঙ্গে আর কখনও কাজ করেননি প্রিয়াঙ্কা। এর পর নাকের অস্ত্রোপচারের কারণে বেশ কিছুদিন অভিনেত্রী ডিপ্রেশনে ভুগেছেন। সেই সময় ইন্ডাস্ট্রির সকলে তাঁকে রিজেক্ট করেন। কেউই কাজ দিতে চাননি। তখন তাঁর মনে হয়েছিল হয়তো যে, এখানেই কেরিয়ার শেষ। তবে সময়ের সঙ্গে বদলায় পরিস্থিতি। নিজের ফর্মে ফেরেন তিনি। ইন্ডাস্ট্রিকে সুপারহিট সিনেমা উপহারও দেন। বলিউড ছাপিয়ে এখন তিনি হলিউড কাঁপাচ্ছেন।

আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের

আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন