Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় সরকার ১ এপ্রিল থেকে ইউনিফাইড পেনশন স্কিম (UPS) চালু করতে চলেছে, এটি বিশেষ করে সেইসব কর্মচারীদের জন্য উপকারী যারা অবসর গ্রহণের পরে নিশ্চিত আয় চান। উল্লেখ্য, ২৪ জানুয়ারি, সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পেনশন ব্যবস্থার (NPS) বিকল্প হিসেবে ইউনিফাইড পেনশন স্কিম (UPS) ঘোষণা করেছিল এবং এখন এই স্কিমটি ১ এপ্রিল, ২০২৫ থেকে বাস্তবায়িত হবে। ইউপিএস কেবলমাত্র সেইসব সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যারা ইতিমধ্যেই এনপিএসের অধীনে নিবন্ধিত। সরকারি কর্মচারীদের NPS অথবা UPS বেছে নেওয়ার বিকল্প থাকবে। আসুন জেনে নিই কীভাবে এর সুবিধা মিলবে?
ইউনিফাইড পেনশন স্কিম (UPS) কী?
প্রথমেই জেনে নেওয়া যাক UPS কী? UPS-এর অধীনে, এখন কেন্দ্রীয় কর্মচারীদের একটি নির্দিষ্ট পেনশন দেওয়া হবে, যা কর্মচারীর অবসর গ্রহণের আগের ১২ মাসের গড় মূল বেতনের ৫০% হবে। এই পেনশন পেতে হলে, কর্মচারীকে কমপক্ষে ২৫ বছর চাকরি করতে হবে। যদি কর্মচারী মারা যান, তাহলে পরিবারটি একটি নির্দিষ্ট পেনশনও পেতে থাকবে, যা তার প্রাপ্ত পেনশনের ৬০ শতাংশ হবে। এর পাশাপাশি, ন্যূনতম নিশ্চিত পেনশনও দেওয়া হবে, যার অর্থ হল যারা ১০ বছর ধরে কাজ করেছেন তারা ন্যূনতম ১০,০০০ টাকা পেনশন পাবেন।
আরও পড়ুন:- বাড়িতে উইন্ডো এসি লাগাবেন নাকি স্প্লিট এসি? কিভাবে বুঝবেন, জানুন
সরকারের অবদান কত হবে?
নতুন পেনশন স্কিমে (NPS) কর্মচারীকে তার মূল বেতনের ১০ শতাংশ অবদান রাখতে হবে এবং সরকারের অবদান ১৪ শতাংশ। একই সঙ্গে, ইউপিএসে সরকারের এই অবদান, যা ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হতে চলেছে, কর্মচারীর মূল বেতনের ১৮.৫ শতাংশ হবে। এই ইউনিফাইড পেনশন স্কিম বাস্তবায়নের ফলে প্রায় ২৩ লক্ষ কর্মচারী উপকৃত হবেন এবং প্রথম বছরে সরকারি কোষাগারের উপর অতিরিক্ত বোঝা দাঁড়াবে ৬২৫০ কোটি টাকা।
মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে পেনশন বৃদ্ধি পাবে
ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে সূচীকরণও যুক্ত করা হয়েছে। এর অর্থ হলো, মুদ্রাস্ফীতি অনুসারে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বৃদ্ধি পেতে থাকবে। এই বৃদ্ধি পেনশনের সঙ্গে মহার্ঘ্য ভাতা হিসেবে যোগ করা হবে। এটি শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-W) এর ভিত্তিতে গণনা করা হবে। অবসর গ্রহণের সময় এককালীন অর্থও দেওয়া হবে।
এই প্রকল্পের সুবিধা কারা পাবে?
এনপিএসের আওতায় থাকা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এই ইউনিফাইড পেনশন প্রকল্পটি সরকার ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে অবহিত করেছিল। ইউনিফাইড পেনশন স্কিমটি এমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যারা NPS অর্থাৎ জাতীয় পেনশন স্কিমের আওতায় আসেন এবং এর আওতায় UPS বিকল্পটি বেছে নেন। ইউপিএস নির্বাচনকারী ব্যক্তিরা অন্য কোনও নীতিগত ছাড়, নীতি পরিবর্তন, আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী হবেন না।
আরও পড়ুন:- ঘুমের সঙ্গে রয়েছে ক্যানসারের যোগ ! কি জানালেন চিকিৎসক ?
আরও পড়ুন:- পথ দুর্ঘটনায় সাহায্য করতে কি এগিয়ে আসেন বাংলার মানুষ? জানুন সমীক্ষা কি বলছে