২০২৫ সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে ? জানুন সেই সম্পর্কে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : হাতেগুনে আর ৩৮ দিন। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো (Durga Pujo)। বৈদিক জ্যোতিষ মতে চৈত্র মাসে বাসন্তী পূজা দেবীর আগমন ও আশ্বিন মাসে দেবী দুর্গার আগমন ঘিরে বেশ কিছু ইঙ্গিত থাকে। দেবী দুর্গা কোন বাগনে চড়ে মরতে আসছেন, সে বিষয়ে প্রতিবছর শাস্ত্রমত অনুযায়ী প্রাসঙ্গিক। চলতি বছরেও দুর্গাপুজো ঘিরে ক্যালেন্ডারের নজর রয়েছে প্রতিটি বাঙালির। তো জেনে নিন মা দুর্গা এবার আসছেন কীসে ?

২০২৫ সালে, দেবী দুর্গার আগমন হচ্ছে গজে। এটি মূলত শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে। পাশাপাশি এই বছর দেবী গমন করছে দোলায়। এর ফলে মহামারী ও মোড়ক দেখা দিতে পারে।

কোন বাহন কীসের প্রতীক ?

ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।

দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক।

গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।

নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয়

শাস্ত্র মতে যেহেতু ২০২৫ সালের দেবীর (Maa Durga) আগমন গজে হচ্ছে। তাতে মত্ত লোক সুখ শান্তিতে ভরে উঠবে। পাশাপাশি ধরাধামে আসবে সমৃদ্ধি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন