Bangla News Dunia , অজয় দাস :- গত কাল অথাৎ ১৬ মে অর্গানাইজেশন অফ ইসলামিক কো – অপরেশন ( OIC ) এর বৈঠক আয়োজন করে সৌদি আরব। এই বৈঠকে ৫৭ টি মুসলিম দেশ অংশ গ্রহণ করে। এই বৈঠকে এই ৫৭ দেশের বিদেশ মন্ত্রীরা অংশ গ্রহণ করেন। এই বৈঠকে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা করা হয়। এমনকি হুমকি ও দেওয়া হয় যে ইসরায়েল যদি গাজার উপর হামলা বন্ধ না করে তবে এই সকল দেশ যুদ্ধে অবতীর্ণ হবে।
আরো পড়ুন :- দেশ রক্ষাথে নিজের হাতে বন্দুক তুলে নিলো মায়ানমারের বিউটি কুইন !
এই দিন এই বৈঠকে তুর্কির তরফ থেকে বলা হয় যে , তুর্কির রাষ্ট্রপতি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু ইসরায়েল সেই হুশিয়ারিতে কর্ণপাত করেনি। গাজা পট্টি ও ওয়েস্ট ব্যাঙ্কে যা হচ্ছে তার জন্য এক মাত্র দায়ী ইসরায়েল।
https://twitter.com/OIC_OCI/status/1393946519112458241?s=20
তবে এই বৈঠকে , আগে গিয়ে এই অর্গানাইজেশন অফ ইসলামিক কো – অপরেশন কিভাবে ইসরায়েলের মোকাবিলা করবে তার কোনো রোড ম্যাপ তৈরি হয়নি। যার ফলে যুদ্ধ শুরু হলেও এই অর্গানাইজেশন এর সদস্যরা কি ভাবে নিজেদের সাহায্য বাড়িয়ে দেবে তার উপর কোনো পরিকল্পনা হয়নি।
আরো পড়ুন :- নিজের দূর সময়েও ভারতকে সাহায্য পাঠিয়ে প্রকৃত বন্ধুর পরিচয় দিলো ইসরায়েল !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ইহুদিরা এতো শক্তিশালী কেনো ? ইহুদিদের শক্তিশালী হওয়ার পিছনের ইতিহাস জানুন