৭.৫ মাত্রার ভূমিকম্পের ঝটকা , জারি সুনামি সতর্কতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত। কম্পনের মাত্রা ৭.৫। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্রণালী (Drake Passage), মাটির ১২ কিলোমিটার গভীরে। ঘটনার কেন্দ্রস্থল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া থেকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে।

ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে চিলির নৌ-হাইড্রোগ্রাফিক ও মহাসাগরীয় পরিষেবা সংস্থা চিলির আন্টার্কটিক অঞ্চলের জন্য সুনামি (Tsunami) সতর্কতা জারি করেছে। আপাতত উপকূলভাগ থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সে দেশের প্রশাসন। সমুদ্রতীরবর্তী এলাকায় কাউকে যেতে নিষেধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাশিয়ার পূর্ব প্রান্তে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জোরালো ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। তবে তীব্র ভূমিকম্পের পর যে সুনামির আশঙ্কা করা হয়েছিল, তা অবশ্য হয়নি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন