৮ আগস্টের মধ্যে KYC না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট! সতর্ক করল এই ব্যাঙ্ক

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, যদি আপনি কেওয়াইসি (PNB KYC) আপডেট না করে থাকেন, তাহলে ৮ আগস্ট এর মধ্যে আপডেট করে নিতে হবে। আর যদি না করেন, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে।

সতর্কবার্তা দেওয়া হল ব্যাংকের তরফ থেকে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আগে ৩০ জুন পর্যন্ত কেওয়াইসি আপডেটের শেষ সময়-সীমা দিয়েছিল। কিন্তু যারা নির্ধারিত সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য ব্যাংক ৮ আগস্ট পর্যন্ত সময় সীমা বাড়িয়েছে। আর এটিই শেষ সুযোগ। 

পিএনবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেওয়াইসি আপডেট না করা হলে সেই অ্যাকাউন্টে লেনদেন সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হবে। অর্থাৎ, টাকা তুলতেও পারবেন না বা জমাও দিতে পারবেন না। এমনকি অ্যাকাউন্ট থেকে কোনোরকম ট্রান্সফার করতে পারবেন না অনলাইনেও।

কেওয়াইসি করতে কী কী লাগবে?

কেওয়াইসি আপডেট করার জন্য আপনার পরিচয় এবং ঠিকানা যাচাই করতে কিছু নথি জমা দিতে হবে। যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বিদ্যুতের বিল, রেশন কার্ড, গ্যাসের বিল, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্যান কার্ড, আয়ের সংক্রান্ত নথি এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর।

আরও পড়ুন:- ১ অগাস্ট থেকে ৫টি গুরুত্বপূর্ণ নিয়মে বদল, আপনার পকেটে কতটা প্রভাব পড়বে ? জানুন

কীভাবে কেওয়াইসি আপডেট করবেন?

কেওয়াইসি আপডেট করার জন্য পিএনবি একাধিক উপায় দিয়েছে। প্রথমত, আপনি নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। দ্বিতীয়ত, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে PNB ONE অ্যাপ ব্যবহার করে কেওয়াইসি আপডেট করতে পারবেন। তৃতীয়ত, ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে পারবেন। এর পাশাপাশি ইমেইল বা ডাক মারফৎ কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন

 

কেওয়াইসি হয়েছে কিনা কীভাবে জানবেন?

কেওয়াইসি আপডেট হয়েছে কিনা জানার জন্য প্রথমে PNB ONE অ্যাপে লগইন করতে হবে। এরপর পার্সোনাল সেটিং অপশন খুঁজতে হবে। সেখানে কেওয়াইসি স্ট্যাটাস অপশনে গিয়ে চেক করুন। এবার যদি আপডেট করার প্রয়োজন থাকে, তাহলে স্ক্রিনে মেসেজ দেখিয়ে দেবে।

যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেওয়াইসি আপডেট না করেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করে দেওয়া হবে। এমনকি টাকা তোলা বা জমা দিতেও পারবেন না। পাশাপাশি চেক ক্লিয়ার হবে না এবং UPI, Net Banking, ATM-এর মতো পরিষেবাগুলি বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন:- পোস্ট অফিসের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম চালু হলো। প্রতিমাসে ১০০০০ টাকা! কিভাবে পাবেন ? জেনে নিন

আরও পড়ুন:- পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, ৩৩৩ টাকা জমিয়ে পাবেন ১৭ লক্ষ। কিভাবে ? চলুন জেনে নেওয়া যাক

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন