অক্ষয়ের সিনেমার বক্স অফিস আয় মিথ্যে? সমালোচনার কি জবাব দিলেন পরিচালক ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাসখানেক আগে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’। যে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে উঠেছিল নানা অভিযোগ। একজন নামজাদা বাণিজ্যিক বিশেষজ্ঞের দাবি অনুসারে, ছবির ব্যবসা নিয়ে ভুল তথ্য প্রদান করা হয়েছিল। ভারতে আশি কোটি টাকার উপর আয় এবং প্রথম সপ্তাহেই ১০০ কোটি টাকা উপার্জন করেছে। ভুয়ো তথ্য নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সন্দীপ কেউলানি।

আয় বেশি দেখাতে প্রযোজনা সংস্থা নিজেরাই বেশি করে টিকিট কেটে রেখেছিল বলে অভিযোগ। ‘স্কাই ফোর্স’-এর বক্স অফিস কালেকশন বিতর্কে একটি সাক্ষাৎকারে সন্দীপ বলেন, ‘কোনও রকম মিথ্যে তথ্য প্রকাশ করা হয়নি। এটা একেবারেই দর্শকের ভালোবাসার ফল। এখনও পর্যন্ত সিনেমার ফিডব্যাক বেশ ভালো। সকলেই প্রশংসা করছেন।’

আরও পড়ুন:- ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’, কুম্ভ ফেরত পুণ্যার্থীরা শোনালেন কী চলছে সেখানে…

এখানেই থামেননি সন্দীপ। গতেবাঁধা বক্স অফিস কালেকশন প্রসঙ্গে তিনি বলেন, ‘মুন্নাভাই এমবিবিএস যদি কারও প্রিয় সিনেমা হয়, তিনি নিশ্চয়ই বক্স অফিস কালেকশনের কথা ভাববেন না।’ তাই পরিচালক মনে করেন, এই বক্স অফিস কালেকশনের বিষয়টা আজীবন থাকবে না। তাই এই আলোচনা করাটাকেও তিনি অর্থহীন বলেই মনে করেন।

একইসঙ্গে, সিনেমার ব্যবসার সঙ্গে কোনও সিনেমা ভালো না খারাপ, তার তুলনা হয় না বলেই মনে করেন পরিচালক। কোনও সিনেমা ৩০০ কোটি টাকা ব্যবসা করলেও, ভালো মানের সিনেমা না-ই হতে পারে। তবে ‘স্কাই ফোর্স’ নিয়ে তিনি আশাবাদী। এই ধরনের সিনেমা দর্শকের ভালোলাগার অনেক কারণ আছে বলেই তাঁর মত।

আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন