অক্ষয় কুমারের সম্পত্তির পরিমাণ কতো? জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar). তাঁকে কে না চেনেন! যে কোনো সিনেমা প্রিয় মানুষ অক্ষয় কুমারের ভক্ত। একদিকে যেমন তাঁর নজর কাড়া অভিনয় বছরের পর বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে এসেছে, ঠিক তেমন ভাবেই, অভিনেতার সুশৃঙ্খল জীবন যাপন বলিপাড়া অভিনেতাদের মধ্যে তাঁকে আলাদা করে রাখে। অভিনয়, বিজ্ঞাপন, সম্পত্তি বিনিয়োগ ও ব্যবসা একাধারে এতগুলি দিককে ব্যালেন্স করে চলেন অভিনেতা। কিন্তু জানেন কি অক্ষয় কুমারের সম্পত্তির পরিমাণ কত?

Akshay Kumar Net Worth

মায়ানগরীর অভিনেতা-অভিনেত্রীদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে আলাদা করে বলার নেই। তাঁদের মধ্যে অন্যতম ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার। একের পর এক হিট সিনেমা করে তিনি দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন।

বলা হয়, বয়স যেন অভিনেতাকে ছোঁয় না। তিনি যেন সদা যৌবন নিয়েই থাকেন। আর এর পিছনে আসল কারণ হলো তাঁর সুশৃংখল জীবন যাপন। তবে সেই জীবনে বিলাসিতার ছোঁয়া রয়েছে। তিনি কোথায় থাকেন, সিনেমা ছাড়া কোন কোন ফিল্ডে রোজগার করেন, তা অনেকেরই অজানা। এমনকি বহু অনুরাগীও জানেন না।

অভিনেতা অক্ষয় কুমারকে ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল অভিনেতাদের মধ্যে গণ্য করা হয়। তিনি চলচ্চিত্র তো বটেই তার পাশাপাশি বিজ্ঞাপন, ব্যবসা এবং সম্পত্তি বিনিয়োগ থেকেও প্রচুর আয় করেন। তবে এখন খবর পাওয়া যাচ্ছে, প্রতিটি ছবির সাথে সাথে নাকি অভিনেতা অক্ষয় কুমারের পারিশ্রমিকও বাড়ছে।

এক একটি ছবির জন্য কত পারিশ্রমিক নেন?

অভিনেতা অক্ষয় কুমার তাঁর এক একটি ছবির জন্য মোটা অংকের পারিশ্রমিক নেন। অভিনেতা তাঁর ছবির জন্য ১৩৫ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই আয় অংকের পরিমাণ নির্ভর করে চলচ্চিত্রের স্কেল, প্রযোজনা ও বাজেটের উপর। এ ছাড়াও, নিজের ফিটনেসের দিকে সদা খেয়াল রাখেন অক্ষয়। তিনি ভোর ৪ টের সময় ঘুম থেকে ওঠেন, তারপর যোগব্যায়াম, মার্শাল আর্ট এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে চলেন।

চলচ্চিত্র ছাড়া আর আয়ের উৎস কী কী?

চলচ্চিত্রের পাশাপাশি অভিনেতা অক্ষয় কুমারের আয়ের আরও একটি প্রধান উৎস হল ব্র্যান্ড এনডোর্সমেন্ট। অভিনেতা স্বাস্থ্য, প্রযুক্তি ফিটনেস, পোশাক ব্র্যান্ড সহ বেশ কয়েকটি বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এক একটি বিজ্ঞাপনের জন্য অক্ষয় ২-৩ কোটি টাকা করে পারিশ্রমিক নেন।

অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ কত?

ফোর্বস এবং অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুসারে, অক্ষয় কুমারের মোট সম্পদের পরিমাণ ছুঁয়েছে প্রায় ২,৬০০ থেকে ২,৮০০ কোটি টাকা। এর মধ্যে আছে মুম্বাই এবং বিদেশে তার রিয়েল এস্টেট সম্পত্তি। আছে তাঁর প্রোডাকশন হাউস, বিলাসবহুল গাড়ি, বিনিয়োগ। অক্ষয় কুমার বাস করেন মুম্বাইয়ের জুহু এলাকায় একটি সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোতে। অক্ষয়ের বাংলোর দাম ৭০ কোটি টাকারও বেশি। অক্ষয়ের বিলাস বহুল গাড়িগুলির মধ্যে রয়েছে রোলস রয়েস, বেন্টলি, রেঞ্জ রোভারের মতো গাড়ি।

উপসংহার: অভিনেতা অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ শুনলে নিঃসন্দেহে চোখ কপালে উঠলো তো? বলিপাড়ার অন্যান্য অভিনেতা -অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। তাই মায়ানগরীর দিকে আগ্রহ বাড়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির শিল্পীদের। উজ্জ্বলতা ও বিলাসবহুল জীবনযাত্রা তাঁদের সবারই জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

আরও পড়ুন:- মেয়েরা ছেলেদের থেকে কানে শোনে বেশি, কারণটা জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন