Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অবশেষে নির্মম জালিয়ানওয়ালাবাগের সত্য প্রকাশ্যে আনলেন অভিনেতা অক্ষয় কুমার ৷ মুক্তি পেয়েছে ‘কেশরি 2’ ৷ ট্রেলার সাড়া আগেই জাগিয়েছিল ৷ এবার সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া ট্রেন্ড করছে এক্স হ্যান্ডেলে ৷ ইতিমধ্যেই অনেক অভিনেতা এবং রাজনীতিবিদদের কাছ থেকে প্রশংসা পেয়েছে এই ছবি। রানা দাগ্গুবাতি থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা,সকলেই ‘কেশরি চ্যাপ্টার 2′-এর প্রশংসা করেছেন। সোশাল মিডিয়াতেও কেশরি চ্যাপ্টার 2’ নিয়ে সরব নেটিজেনরা ৷
এক্স রিভিউ
এক অনুরাগী অক্ষয় কুমারের ছবিটি সম্পর্কে পর্যালোচনা শেয়ার করেছেন। অনেকেই থিয়েটারের ভিতরের ভিডিয়ো পোস্ট করেছেন আবার অনেকে টুইটও করেছেন। বেশিরভাগ রিভিউ ইতিবাচক । কেউ কেউ অক্ষয় কুমারের অভিনয়ের প্রশংসা করেছেন আবার কেউ কেউ এতে ত্রুটিও খুঁজে পেয়েছেন। একজন লিখেছেন, “জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে কোর্টরুমের তরজা মারাত্মক ৷ সি শঙ্করা নাইয়ারের চরিত্রে অক্ষয় কুমারের অভিনয় গায়ে কাঁটা দেয় ৷ আর মাধবন. অনন্যা পাণ্ডে দুর্দান্ত ৷ এই সিনেমা অবশ্যই সকলের দেখা উচিত ৷”
আবার কেউ লিখেছেন, “কেশরি চ্যাপ্টার 2 আমার মনে গভীর প্রভাব ফেলেছে ৷ ভিতর থেকে নাড়িয়ে দেয় ছবির কাহিনী বলার ধরন ৷ ইতিহাসের মর্মান্তিক ঘটনা এইভাবে বড়পর্দায় দেখে মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে ৷”
আবার কারোর মতে, “কেশরি চ্যাপ্টার 2 আউটস্ট্যান্ডিং ৷ পাওয়ার প্যাকড দেশপ্রেমের সিনেমা ৷ অক্ষয় কুমার তাঁর জীবনের সেরা অভিনয় উপহার দিয়েছেন দর্শকদের ৷ পরিচালনা অসাধারণ ৷ কারোর এই ছবি মিস করা উচিত নয় ৷”
কেউ আবার লিখেছেন, “সিটি মার প্রতিক্রিয়া দিল্লি থেকে ৷ আজই এই সিনেমা প্রেক্ষাগৃহে এসে দেখা উচিত ৷” আরও এক নেটিজেন লিখেছেন, “পাওয়ারফুল ট্রিবিউট ৷ অসাধারণ অভিনয় অক্ষয় কুমার, আর মাধবন ও অনন্যা পাণ্ডের ৷ কোর্টরুম ড্রামা সাংঘাতিক ৷”
কেশরি চ্যাপ্টার 2 বক্সঅফিস ভবিষ্যদ্বাণী
মিডিয়া ট্র্যাকারদের কথায় , অক্ষয় কুমারের ছবিটি প্রথম দিনে 4-5 কোটি টাকা আয় করতে পারে। অক্ষয় কুমারের আগের ছবিগুলো বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছিল, কিন্তু নির্মাতারা ‘কেশরি চ্যাপ্টার 2’ নিয়ে অনেক আশাবাদী। এই ছবিটি 1919 সালের 19 এপ্রিলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কাহিনী তুলে ধরেছে। যেখানে মাইকেল ও’ডায়ার এই গণহত্যার জন্য কীভাবে দায়ী ছিলেন তা সামনে এসেছে ৷ এরপরেই ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলেন আনজীবী সি শঙ্করান নাইয়ার। ছবিটি রঘু পালট-পুষ্প পালটের লেখা ‘এ কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ বইয়ের উপর ভিত্তি করে তৈরি।
আরও পড়ুন:- জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন