অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আজ কখন কোন বিষয়ে বক্তৃতা দেবেন মমতা ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অবশেষে এল সেই প্রতীক্ষিত দিন । আজ বিকেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, লন্ডনের সময় অনুযায়ী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে অনুষ্ঠান শুরু হবে বিকেল 5টায় । তাঁর স্বাগত বক্তব্যের পর মূল আলোচনা শুরু হবে সাড়ে 5টায় ৷

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সামাজিক উন্নয়ন এবং আর্থিকভাবে অনগ্রসর অংশের উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে অক্সফোর্ডের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

নবান্ন সূত্রে খবর, মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি থাকবেন কলেজের প্রেসিডেন্ট প্রফেসর জনাথন মিচি, কেলগ কলেজের ফেলো এবং বিশিষ্ট শিল্পপতি লর্ড করণ বিলিমোরিয়া। থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনতে শিক্ষার্থী, অধ্যাপক, গবেষক এবং আগ্রহী শ্রোতাদের ভিড় থাকবে বলে জানা গিয়েছে । মুখ্যমন্ত্রী এদিন ‘সামাজিক উন্নয়ন– কন্যা, শিশু ও নারীর ক্ষমতায়ন’ এই বিষয়ে বক্তব্য রাখবেন ৷

আরও পড়ুন:- সন্তানের ব্রেন হবে আইনস্টাইনের মতো, সকালে এই ৬ কাজ করান

‘হাউসফুল’ কেলগ কলেজের হল

মুখ্যমন্ত্রীর বক্তৃতাকে কেন্দ্র করে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । অনুষ্ঠান শুরুর 48 ঘণ্টা আগেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের সভাকক্ষ ‘হাউসফুল’ হয়ে গিয়েছে ৷ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত হলেও, কলেজের নিয়ম অনুযায়ী আসন সংরক্ষণের জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক । অনলাইনে হাজার হাজার মানুষ এই অনুষ্ঠান দেখবেন বলে জানা গিয়েছে ।অনেকেই ‘ওয়েটিং লিস্টে’ রয়েছেন । নিরাপত্তার কারণে কলেজ ক্যাম্পাসে নজরদারি এবং পুলিশি ব্যবস্থাও জোরদার করা হয়েছে ।

অভিজ্ঞতা ও কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু প্রশাসক নন, তিনি একজন কবি ও লেখিকাও। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি সমাজের প্রান্তিক নারীদের ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তাঁর সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত করিয়েছে । ফলে একজন বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা আজ আন্তর্জাতিক স্তরে। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে থাকবেন প্রফেসর মিচি এবং করণ বিলিমোরিয়া। মুখ্যমন্ত্রী নিজের কাজ ও অভিজ্ঞতার ওপর আলোকপাত করবেন ৷ এক ঘণ্টার মূল বক্তৃতা সাড়ে ছ’টায় শেষ হবে। এরপর 15 মিনিটের বিরতি । অনুষ্ঠানের রীতিনীতি অনুসারে, এর পরে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে ৷ যা নৈশভোজের সময় উন্মুক্ত আলোচনার আকারে হবে বলে জানা গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই, মুখ্যমন্ত্রীর এই বক্তৃতা ঘিরে রাজনৈতিক, শিক্ষাগত ও আন্তর্জাতিক মহলে আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন:- পিঠ- কোমরের ব্যথায় ভুগছেন? প্রতিকারের ৫ ঘরোয়া উপায় জেনে রাখুন

আরও পড়ুন:- ক্যানসার, ডায়াবেটিস সহ জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন