BBangla News Dunia, সমরেশ দাস : – করোনার কবল থেকে ব্যাচের জন্য সমস্ত দেশ চেষ্টা করে যাচ্ছে কি করলে বা ভ্যাকসিন কিভাবে তৈরী করা যায় । তার এই চিন্তার অবসান করতে চলেছে অক্সফোর্ডের জেনান ইনস্টিটিউট । তাঁরা ভ্যাকসিন তৈরী করে তা আবার হিউমান বডিতে ট্রায়াল বা পরীক্ষা পর্যন্ত্য শুরু করে দিয়েছে । কবে তাহলে আস্তে পারে এই ভ্যাকসিন । সবার এই প্রশ্নে একটা উত্তর দিয়েছেন অক্সফোর্ডের এই গবেষকদল।
তাদের মতে যেভাবে তারা কাজ করছেন তাতে মনে হচ্ছে যে আগামী সেপ্টেম্বর এর মধ্যে সারাবিশ্ব ভ্যাকসিন পেয়ে যাবে । মে মাসের মাঝখান পর্যন্ত ৬০ হাজার মানুষের উপর এই ভ্যাকসিন পরীক্ষা করা হবে ৷ নিউ ইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী, নিয়ামক সংস্থার জরুরি অনুমোদনের পরে সেপ্টেম্বরেই ভ্যাকসিন চালু হয়ে যাওয়ার আশা রয়েছে ৷
আরো পড়ুন :- ক্ষতিগ্রস্থ ক্রিকেট বোর্ডগুলোকে সাহায্যে বিসিসিআইয়ের
এই দলের অন্যতম গবেষক ভিন্সেন্ট মুনস্টার বলেছেন যে “আমাদের ল্যাবে যে সব জন্তুর শরীরে প্রচুর পরিমাণে করোনা ভাইরাস রয়েছে, যেমন বাঁদর, তাদের ভ্যাকসিনটি প্রয়োগের ২৮ দিন পরে একেবারে সুস্থ হয়ে গিয়েছে “৷ যদিও গবেষকদের একাংশের বক্তব্য, বাঁদরের শরীরে কাজ করেছে বলেই ধরে নেওয়া যায় না মানব শরীরেও দ্রুত ফল দেবে৷
আরো পড়ুন :- ভারত কবে হবে করোনা মুক্ত ? সম্ভাব্য পরিসংখ্যান দিলেন গবেষকরা
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস জানান, আন্ডার-ট্রায়াল ভ্যাকসিনটিকে বিশ্ববাসীর স্বাস্থ্য ভালোর জন্যই ব্যবহার করা হবে৷ এই ভ্যাকসিনকে যাতে সবাই পায়, তার জন্য অত্যন্ত স্বস্তায় দেওয়া হবে ৷ এখন শুধু দেখার যে এই সস্তা বলতে কত দাম পরে সি ভ্যাকসিন ভারতের কাছে আসার পরে ।