অক্সফোর্ড সফর ঘিরে বিতর্কের জবাব দিলেন মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : গণশত্রুদের জবাব দেবে মানুষই’। তাঁর অক্সফোর্ড সফর ঘিরে সাম্প্রতিক বিতর্কের জেরে নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বিরোধীদের গণশত্রুর সঙ্গে তুলনা করে বলেন, ‘প্রয়োজনে আমাকে অসম্মান করুন। কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না। মনে রাখবেন, আমি যখন দেশের বাইরে যাই, তখন ভারতীয় হিসেবেই যায়। তাই আমাকে অসম্মান করা মানে দেশমাতৃকাকে অসম্মান করা। ’

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে। এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘তাহলে আমারই লাভ। পাবলিসিটি পাব। বিদেশ সফরে আমি ভারতের প্রতিনিধিত্ব করি। বাংলার হয়ে যাই। আমার অসম্মান মানে বাংলার অসম্মান।’ তাঁর কথায়, ‘হিংসার কোনও ওষুধ নেই, কুৎসার কোনও ওষুধ নেই, ওদের ওষুধ মানুষের জবাব।’

মমতা বলেন, ‘আমাদের দেশের কোনও নেতা বাইরে গেলে আমরা কোনও স্ক্যান্ডেল করি না। আমাদের কোনও নেতা বিদেশে গিয়ে দেশের বদনাম করে না। কিন্তু আমি অবাক হয়ে যাই এটা দেখে যে আমার বিরোধী শিবির থেকে ইমেল করা হয়েছে। তাতে আমার নামে বদনাম করা হয়েছে। বলা হয়েছে আমরা খারাপ। আমাদের হাতে সেই সব এসে পৌঁছেছে। যাঁরা এসব করছেন তাঁরা জেনে রাখুন আমাদেরও অনেকে বিদেশে আছে। আমাদের ছেলেমেয়েরাও অনেকে বিদেশে পড়াশোনা করে। আমরা এসব করি না। কারণ বিদেশের মাটিতে দেশের সম্মান সবার আগে।’ তাঁর ডিগ্রি নিয়ে বিরোধীদের করা সমালোচনা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী।

২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মমতা। সরকারের তরফে জানানো হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও সিপিএমের মুখপত্রে প্রকাশিত একটি খবরে অক্সফোর্ড থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে নয়, কেলগস কলেজে ভাষণ দিতে যাচ্ছেন। যা নিয়েই জোর বিতর্ক দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ার একাংশ এনিয়ে মুখ্যমন্ত্রীকে ঘিরে কটাক্ষও শুরু করেছে। এদিন মুখ্যমন্ত্রী তারই জবাব দিলেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থও। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকালে এই ক’দিন প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য এদিন টাস্ক ফোর্সও গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন