অগস্ট থেকেই মিলবে করোনার ওষুধ সিপ্লেনজা , বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অগস্ট থেকেই মিলবে করোনার ওষুধ সিপ্লেনজা । অগাস্টের প্রথম সপ্তাহে বাজারে আসতে চলেছে মৃদু এবং মাঝারি করোনা সংক্রমণের চিকিৎসায় প্রয়োজনীয় ঔষধ ফ্যাভিপিরাভির। শুক্রবার, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-র তরফ থেকে ভারতীয় ড্রাগ উৎপাদক সংস্থা “সিপলা”কে ওষুধ বানানোর অনুমতি দেওয়া হলো। সিপলার তরফ থেকে জানানো হয়েছে এই ওষুধটি তারা “সিপ্লেনজা” নাম দিয়ে বাজারে আনতে চলেছে।

corona test

ফ্যাভিপিরাভির অথবা সিপ্লেনজা আসলে খাওয়ার ওষুধ। এই ওষুধটি করোনা রোগের মৃদু থেকে মাঝারি সংক্রমণকালে ব্যবহার করা যাবে। “সিপলা” কর্তৃপক্ষে তরফ থেকে জানানো হয়েছে, খোলাবাজারে এই ওষুধটি ৬৮ টাকার বিনিময়ে কিনতে পারবেন সাধারন মানুষ। এই ওষুধের ব্যবহারে করোনা রোগীরা দ্রুত সেরে ওঠেন। তবে তা কেবল মাঝারি সংক্রমনের রোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিছু ক্ষেত্রে রুগী অনেক তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা পেশেন্ট এই ঔষধ পারেন।

ফুজিফিল্ম টোয়ামা কেমিক্যাল লিমিটেড সংস্থার আবিষ্কৃত ফ্যাভিপিরাভির ওষুধটি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিরুদ্ধে ব্যবহার করা হয়। বিশ্বের প্রায় সব দেশেই ওষুধটি সহজলভ্য। উল্লেখ্য, এই সপ্তাহে গ্লেনমার্ক ফার্মাকিউটিক্যালস লিমিটেড সংস্থার তরফ থেকে দাবি করা হয় , ফ্যাভিপিরাভির ব্যবহার করে প্রায় ৭০% করোনা সংক্রমিত রোগ “ক্লিনিক্যালি কিওর” হয়ে গেছেন। এ ওষুধটি মৃদু থেকে মাঝারি মাত্রায় সংক্রমিত মোট ১৫০ জনের চিকিৎসায় ব্যবহৃত হয়েছে। যাদের দেহে প্রয়োগ করা হয়েছিল তারা প্রত্যেকেই এখন সুস্থ। এই ওষুধের কার্যকারিতা প্রকাশ্যে আসতেই, ভারতে ওই ওষুধ তৈরি দায়িত্ব নিল “সিপলা”।

Highlights

1. অগস্ট থেকেই মিলবে করোনার ওষুধ সিপ্লেনজা

2. ভারতে ওই ওষুধ তৈরি দায়িত্ব নিল “সিপলা”

#সিপলা #সিপ্লেনজা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন