Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- ছাত্র – ছাত্রীদের ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজনীয় হলো শিক্ষা। আর যার শিক্ষা যেমন হবে সে তার পরবর্তী জীবন সেই ভাবে কাটাতে পারবে। তাই প্রতিটি বাবা – মা চান তার বাচ্চার শিক্ষা যাতে ভালো ভাবে হয়। আর তাদের বাচ্চারা যাতে পড়াশুনো করেন। তবে প্রতিটি মানুষের জীবনে উপর নিচ থেকেই থাকে। আর এই প্রভাব পরে গ্রহের কারণে। ফলে প্রতি ছাত্র -ছাত্রীর জীবনেই কোনো সময় পড়াশুনো ভালো হয় আবার কখনো পড়াশুনো খারাপ হয়। আর এই মাসেও কোনো ছাত্র ছাত্রীর জীবনে পড়াশুনো ভালো হবে আবার কারো খারাপ হবে। তবে চলুন দেখে নেওয়া যাক এই মাসে কোন রাশির পড়াশুনো ভালো হবে আর কোন রাশির হবে না।
আরো পড়ুন :- জানুন , যেই সকল মানুষরা কথায় কথায় কাঁদে তাঁরা কি ধরণের হয়ে থাকেন
১. মেষ রাশি :- মেষ রাশির এই মাসে পড়াশোনার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে দ্বিতীয় অর্ধ তুলনামূলক ভাবে শুভ। দর্শন শাস্ত্র , ধর্মীয় শিক্ষার প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ।
২. বৃষ রাশি :- এই মাসে বৃষ রাশির পড়াশোনার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে মাসের দ্বিতীয়য়ার্ধে ফলের পরিবর্তন ঘটবে।
৩. মিথুন রাশি :- এই মাসে মিথুন রাশির পড়াশোনার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে । তবে পড়াশোনার সম্বন্ধীয় কোনো ভ্রান্ত চিন্তা শিক্ষাথীকে সমস্যায় ফেলতে পারে।
আরো পড়ুন :- জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা
৪. কর্কট রাশি :- এই মাসে কর্কট রাশির পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবে।
৫. সিংহ রাশি :- সিংহ রাশির এই মাসে পড়াশোনার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ।
৬. কন্যা রাশি :- এই মাসে কন্যা রাশির শিক্ষা ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফলে পেতে পারে।
৭. তুলা রাশি :- তুলা রাশির এই মাসে পড়াশুনোর ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে । তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবে।
৮. বৃশ্চিক রাশি :- এই মাসে বৃশ্চিক রাশির পড়াশোনার ক্ষেত্র শুভ ফল প্রাপ্তির যোগ রয়েছে । মাসের দ্বিতীয় অর্ধে এর পরিবর্তন আসতে পারে ।
আরো পড়ুন :- নিজের রাশি অনুযায়ী কোন গ্রহ আপনার জন্য শুভ আর কোন গ্রহ অশুভ দেখে নিন
৯. ধনু রাশি :- এই মাসে ধনু রাশির পড়াশোনার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্বাভনা রয়েছে । তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবে।
১০. মকর রাশি :- এই মাসে মকর রাশির পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবে । তবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ।
১১. কুম্ভ রাশি :- এই মাসে কুম্ভ রাশির পড়াশোনার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে শিক্ষা সংক্রান্ত মানসিক অশান্তি আসতে পারে ।
১২. মীন রাশি :- এই মাসে মীন রাশির পড়াশোনার ক্ষেত্র শুভ ফল পাবার যোগ রয়েছে । তবে মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্রে । তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা, ভাষা শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে শুভ।
আরো পড়ুন :- এক মুঠো নুন কাঁটিয়ে দিতে পারে জীবনের অনেক বাঁধা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক