Bangla News Dunia, Pallab : বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যা হল অজানা নম্বর থেকে কল পাওয়া।কখনও স্প্যাম কল, কখনও প্রতারণামূলক কল, কখনও বা অনাকাঙ্ক্ষিত প্রচারমূলক কল—এসব থেকে রেহাই পাওয়ার কার্যকর কোনো উপায় ছিল না।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
তবে এবার এই সমস্যা সমাধানের জন্য ভারতের তিনটি প্রধান টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi) নিয়ে আসছে নতুন Caller Name Presentation (CNAP) ফিচার।
CNAP কী এবং এটি কীভাবে কাজ করবে?
Caller Name Presentation (CNAP) হল এক ধরনের উন্নত কলার আইডেন্টিফিকেশন পরিষেবা, যা ব্যবহারকারীদের অজানা নম্বর থেকে আসা কলের প্রকৃত নাম প্রদর্শন করবে।
যদি কোনো অজানা নম্বর থেকে ফোন আসে, তবে সেই নম্বরে নিবন্ধিত নাম স্ক্রিনে ভেসে উঠবে।
কলার যে নামে সিম রেজিস্ট্রেশন করেছেন, সেটাই ব্যবহারকারীরা দেখতে পাবেন।
এটি সরাসরি টেলিকম অপারেটরের মাধ্যমে পরিচালিত হবে, তাই তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন