অতিরিক্ত ভুঁড়ি অকাল মৃত্যুর কারণ ! চাঞ্চল্যকর দাবি গবেষণায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অতিরিক্ত ভুঁড়ি অকাল মৃত্যুর কারণ ! সারা বিশ্বে এক গবেষণা বলছে প্রায় কয়েক লক্ষ মানুষের বেশি স্থূলতা বা অতিরিক্ত ভুঁড়ি তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে সরাসরি দায়ী। এই বিষয়ে গবেষণা বলছে সতর্ক করে জানাচ্ছেন, অতিরিক্ত ভুঁড়ি বা পেটে মেদ অকাল মৃত্যুর ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। হতে পারে নানা রকমের জটিল রোগ ব্যাধি।

সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নাল তাদের প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে গবেষকতা জানাচ্ছেন , মোটা বা স্থূল মানুষদের বা যাঁদের অতিরিক্ত ভুঁড়ি রয়েছে, তাঁদের নানা কারণে অকাল মৃত্যু ঘটনা অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। অতিরিক্ত ওজন আর স্থূলতার কারণে সেই সকল মানুষের শরীরে একাধিক রোগ-ব্যাধি বাসা বাঁধে। চাঞ্চল্য এখানেই যে যাঁদের BMI বা দেশ পুষ্টি মাত্রা ২৫ থেকে ৪০ বা তার বেশি সেই সকল ব্যাক্তির একাধিক রোগ-ব্যাধি বাসা বাঁধে, বাড়ে অকাল মৃত্যুর ঝুঁকি।

প্রসঙ্গত শরীরের অতিরিক্ত ওজন বা স্থূলতা বা অতিরিক্ত ভুঁড়ির কারণে হার্ট-র সমস্যা , কিডনি, স্নায়ু ,স্ট্রোক লিভার সহ একাধিক সমস্যা মাথা চাড়া দেয়। এছাড়াও অধিকাংশ বেশি স্থূল মানুষেরই ডায়াবেটিস, কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপের সমস্যা আগে থেকেই থাকে। গবেষণা বলছে ফুসফুসের উপর অতিরিক্ত চাপ পড়ে। তাই এই সমস্যা থাকলে সাবধান হন এখন থেকেই।

আরো পড়ুন :- LIC-র নিয়ে এলো নয়া পলিসি ! যাতে টাকা রেখেই লাভবান হবেন

নিজের ওজন কমাতে সচেষ্ট হন আর যোগাযোগ করুন সঠিক পুষ্টিবিদ বা চিকিৎসকের সাথে। অতিরিক্ত ওজন আয়ু কমিয়ে দেয়।

Highlights

1. অতিরিক্ত ভুঁড়ি অকাল মৃত্যুর কারণ !

2. হতে পারে নানা রকমের জটিল রোগ ব্যাধি

# ভুঁড়ি #Health #Tips #Life Style

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন