Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটা প্যাকেটে মোড়া কিছু ধুলো আর মাটি। তার বিশাল দাম। অনলাইনে বিক্রি হওয়া সেই ধুলো মাটি বিক্রেতাদের দাবি এটি কিনলে প্রচুর অর্থাগম হবে। সমৃদ্ধি উপচে পড়বে। চাহিদা থাকায় এই ধুলো মাটি বিক্রির বিক্রেতাও অনলাইনে বাড়ছে।
কিন্তু কিসের ধুলো ওগুলো? মাটিই বা কোথাকার? বিক্রেতারা যা দাবি করছেন তাতে অনেকেই চমকে যেতে পারেন। তাঁদের দাবি, ওই ধুলো মাটি ব্যাঙ্কের। যাকে ব্যাঙ্ক সয়েল বলে বিক্রি করা হচ্ছে।
বিক্রেতাদের এও দাবি, ওই ধুলো ব্যাঙ্কের দরজার সামনে পড়ে থাকা ধুলো। সংগ্রহ করা হচ্ছে টাকা গোনার মেশিনের ধুলোও। এছাড়া ব্যাঙ্কের মধ্যে যে গাছ সাজানো থাকে, সংগ্রহ করা মাটি সেই টবের।
আরও পড়ুন:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা দেওয়া হল। কারা পেল? না পেলে কি করবেন দেখুন
অনেক ব্যাঙ্কের বাইরেও যে সাজানো সবুজ অংশ থাকে, সেখান থেকেও মাটি বিক্রেতারা সংগ্রহ করেন। তবে যে কোনও ব্যাঙ্কের ধুলো মাটি নয়, চিনের অন্যতম সেরা ৫টি ব্যাঙ্কের ধুলোমাটিই বিক্রি হচ্ছে অনলাইনে।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এ এই ব্যাঙ্কের ধুলোমাটি বিক্রির খবর প্রকাশিত হওয়ার পরই তা এতটা সকলকে চমকিত করে যে তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ভারতীয় মুদ্রায় আড়াইশো টাকা থেকে ১ হাজার টাকা, সব দামেই ধুলো মাটি বিক্রি হচ্ছে চিনে।
অনলাইনে কেনা যাচ্ছে এই ব্যাঙ্ক সয়েল। শুধু বিক্রি হচ্ছে এমনটা নয়। চিনে কিছু মানুষ সম্পদ ও সমৃদ্ধির আশায় ব্যাঙ্কের এই ধুলো মাটি কিনছেনও।