অনলাইনে Credit Card-এর জন্য কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমান যুগে ক্রেডিট কার্ড (Credit Card) এক অতি পরিচিত বিষয়। ক্রেডিট কার্ড থাকলে বহু সুবিধা পাওয়া যায়। তাই প্রত্যেকেই নিজেদের জন্য ক্রেডিট কার্ড বানিয়ে রাখেন। একজন ব্যক্তি যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন, তাঁকে সরাসরি ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আবেদন জমা করতে হবে না। আপনার বাড়ি বসে অনলাইনে এই আবেদন সাবমিট করতে পারবেন। তবে তার আগে জেনে নেওয়া জরুরী এর যোগ্যতা ও আবেদন পদ্ধতি।

Credit Card Application Process

প্রথম কথা হল, ক্রেডিট কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পাবেন? আপনার যদি ক্রেডিট কার্ডের ইতিহাস ভালো হয় তাহলে এক নয় বরং একাধিক সুবিধা মিলবে। যেমন, ক্রেডিট কার্ডের ইতিহাস ভালো থাকলে অনুকূল সুদের হারে ঋণের প্রাপ্যতা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর দ্বিতীয়ত, এটি আপনাকে সাহায্য করবে সস্তা বীমা পেতে এবং নতুন সেলুলার প্ল্যান পেতেও।

আবার এখানেই শেষ নয়, আপনি ক্রেডিট কার্ড দিয়ে প্রতি নিয়মিত কেনাকাটা করতে পারেন যা আপনাকে পুরষ্কার পয়েন্ট বা ক্যাশব্যাক অর্জন করতে সাহায্য করবে। অর্থাৎ বুঝলেন, ক্রেডিট কার্ড একজন ব্যক্তিকে নানাভাবে সুবিধা দেয়। তবে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার আগে, আপনার কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত।

আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্যগুলি কী হওয়া উচিত?

আপনি যদি ভেবে থাকেন অনলাইনে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন, তাহলে সেই ক্রেডিট কার্ডের কিছু বৈশিষ্ট্য থাকা জরুরী। কি কি? নিম্নে সেই বিষয়ে উল্লেখ করা হলো। ‌

১) ক্রেডিট কার্ডের EMI মেয়াদ

একজন ব্যক্তির ক্রেডিট কার্ড থাকার প্রাথমিক কারণ হল তিনি যাতে ব্যাংক থেকে টাকা ধার করা এবং তারপর সহজ কিস্তিতে তা পরিশোধ করার সুবিধা পান। তাই এটাই গুরুত্বপূর্ণ, ক্রেডিট কার্ডের সুদের হার পরীক্ষা করা এবং সাশ্রয়ী মূল্যের EMI মেয়াদ বেছে নেওয়া।

২) অনলাইনে প্রবেশাধিকার

আপনার নেওয়া ক্রেডিট কার্ডে আরও একটি বৈশিষ্ট্য থাকা জরুরি, আর তা হলো, অনলাইন নিবন্ধনের বৈশিষ্ট্য। আপনি আপনার দৈনন্দিন খরচ ও চলমান EMI-এর মাধ্যমে যাতে উপলব্ধ ব্যালেন্স ট্র্যাক করতে পারবেন। আর আপনি আপনার নিবন্ধিত ই-মেইল আইডিতে পাবেন ই-স্টেটমেন্ট।

৩) নগদ উত্তোলনের সুবিধা

আপনি এমন একটি ক্রেডিট কার্ড খুঁজুন যা আপনাকে বিশ্বের যেকোনো স্থান থেকে নগদ উত্তোলনের সুযোগ প্রদান করবে। বেশিরভাগ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা হয়, নগদ উত্তোলনের সুবিধা প্রদান হয় যার মধ্যে উত্তোলনের পরিমাণের উপর ন্যূনতম চার্জও অন্তর্ভুক্ত থাকে।

৪) যোগদান এবং বার্ষিক ফি

আপনি যদি আজীবন বিনামূল্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে যোগদান ফি হিসেবে জমা করতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ। এছাড়া, আপনার কার্ডে বার্ষিক ফিও অন্তর্ভুক্ত থাকতে পারে, আবার আপনি কোনও বার্ষিক ফি ছাড়াই ক্রেডিট কার্ড বেছে নিতে পারেন। তাই, অবশ্যই আপনার ক্রেডিট কার্ডের এপ্লিকেশন করার আগে এই বিষয়টি দেখে নেবেন।

৫) রিওয়ার্ড পয়েন্ট

একজন ব্যক্তি ক্রেডিট কার্ডের মাধ্যমে রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন যা ব্যবহার করে কেনাকাটা, খাবার, ফ্লাইট বুকিংয়ে ছাড় পেতে পারেন।

ক্রেডিট কার্ডের আবেদন করার যোগ্যতা

সাধারণত এক একটি ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের আবেদন যোগ্যতা আলাদা আলাদা হয়। তবে ক্রেডিট কার্ডের আবেদন যোগ্যতা কি কি হওয়া জরুরি তার একটি ধারণা দেখে নিন।

  • ক্রেডিট কার্ডের আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি।
  • উক্ত ব্যক্তিকে ইস্যুকারী ব্যাংকের ন্যূনতম আয়ের মানদণ্ডের মধ্যে পড়তে হবে। কারণ, সকল ব্যাংকের জন্য ন্যূনতম আয়ের মানদণ্ড আলাদা হয়।
  • শনাক্তকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সকল নথিপত্র ব্যক্তিকে জমা করতে হবে।

ক্রেডিট কার্ডের আবেদন প্রক্রিয়া

  • ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। ‌
  • এবার ক্রেডিট কার্ড এপ্লিকেশন করার লিংকে ক্লিক করুন।
  • এবার প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন।
  • যে যে নথি চাওয়া হয়েছে সেগুলি জমা করুন।
  • তারপর আপনার আবেদন সাবমিট করে দিন।
  • নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপনি আপনার ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। ‌

 

আরও পড়ুন:- হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ঘরে ঘরে সবাই অসুস্থ, কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

আরও পড়ুন:- ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন