অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে বন্ধ সমস্ত পেট্রোল পাম্প ! বিপাকে বাংলার মানুষ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ফের একবার সমস্যায় পড়তে চলেছেন বাংলার মানুষ। বিশেষ করে যাদের কাছে ব্যক্তিগত যানবাহন আছে তাঁদের সমস্যা হবে আপাতত। আসলে উত্তরবঙ্গের সব জায়গায় পেট্রোল পাম্প বন্ধ থাকবে। যে কারণে ব্যাপক হয়রানির আশঙ্কা করা হচ্ছে। পেট্রোলিয়াম ডিলার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটারদের আচমকা বনধ ডাকার কারণে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এক ধাক্কায় ১৬টি জায়গায় পেট্রোল পাম্প বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন সকলে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনের ওপর।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প। কী কী সুবিধে মিলবে?

বন্ধ একের পর এক পেট্রোল পাম্প

সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘আগাম নোটিশ’ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

এসিকেও আকস্মিক এই ধর্মঘটের ফলে বুধবার এই অঞ্চলের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায়, যার ফলে আন্তঃজেলা ও আঞ্চলিক পরিবহন বন্ধ হয়ে যায়। থমকে গিয়েছে একের পর এক গাড়ির চাকা। রংপুরে পেট্রোল পাম্প বন্ধ থাকায় শতাধিক মোটরসাইকেল ও গাড়ির মালিক জ্বালানি খুঁজতে হিমশিম খাচ্ছেন। একাধিক পেট্রোল পাম্পে গিয়েও খালি হাতে ফিরছেন।

সমস্যায় সাধারণ জনতা

অনেক পেট্রোল পাম্প কর্মচারী দাবি করেছেন যে তারা ধর্মঘটের কারণ সম্পর্কে অবগত ছিলেন না এবং কেবল পাম্পগুলি বন্ধ রাখার জন্য মালিকদের নির্দেশ অনুসরণ করছিলেন। লালমনিরহাট থেকে আসা সরকারি কর্মচারী সালাহউদ্দিন হতাশা প্রকাশ করে বলেন, সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছেন সব বন্ধ।

তিনি বলেন, ‘আমি এখন লালমনিরহাট যেতে পারছি না। ভীষণ সমস্যায় আছি। আগাম নোটিশ ছাড়া পেট্রোল পাম্প বন্ধ করা অমানবিক।’ একইভাবে শাহজাহান নামে আরেক অফিস কর্মীও তার দুঃখের কথা শেয়ার করেন। তিনি জানান, সৈয়দপুর যাওয়ার পরিকল্পনা থাকলেও পেট্রোল পাম্প বন্ধ থাকায় তা করতে পারেননি।

আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন