অনুব্রতর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতার মন্ত্রী !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, সুমিত দাস :- রাজ্যে বিধানসভার ভোট দরজার করা নাড়ছে। সমস্ত দলই তাদের গুছিয়ে নিতে ব্যাস্ত। আর তারই মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। এবার এই রকমই একটি ঘটনা সামনে আসলো রাজ্যের শাসক দল তৃণমুলের মধ্যে। মূলত বেশ কিছু দিন থেকেই দেখা যাচ্ছে তৃণমুলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসছে।

এবার তৃনমুলের দুই নেতা অনুব্রত মন্ডল ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মধ্যে দ্বন্ধ দেখা দিয়েছে। মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আমি ওনার মেজাজ ভালো করে জানি। গত বিধানসভা নির্বাচনে তার ভূমিকা আমি দেখেছি। তার ব্যবহারের কারণেই প্রচুর মানুষ তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। তারা জানিয়েছে অনুব্রতর কারণেই তারা তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে।

আমি তার মতো বড়  খেলোয়াড় নই , তবে আশা করি আমার এলাকায় আমি তার সাহায্য ছাড়াই দলকে জেতাতে পারবো।

আরো পড়ুন :- ফোনে দ্রুত চার্জ শেষ হচ্ছে ? কি করবেন

এই দিন সিদ্দিকুল্লা চৌধুরী পূর্ব বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করেন। তিনি অভিযোগ করেন নানা মঙ্গলকোটে বালির অবৈধ কারবার চলছে। এমনকি অনুব্রতর কথায় তার অনুগামীদের ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায়।

তবে বীরভূমের তৃনমুল সভাপতি , অনুব্রত মন্ডল এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। বিধানসভা ভোটার আগে রাজ্যের মন্ত্রীর এই বক্তব্য তৃনমুলের ভিতরে কোন্দলের সৃষ্টি করতে পারে।

আরো পড়ুন :- বৃহস্পতিবার হচ্ছে ব্যাংক ধর্মঘট ! বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন