অনুমতি ছাড়াই যাদবপুর ক্যাম্পাসে রামনবমী পালন এবিভিপির, কটাক্ষ এসএফআইয়ের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বেশ কয়েক বছর ধরেই প্রচেষ্টা ছিল এবিভিপির। এবার সফল হল সেই প্রচেষ্টা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালিত হল রামনবমী। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের মূল ফটকের সামনে রামনবমীর পালন করল আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। কর্তৃপক্ষের অনুমতি না থাকলেও অনুষ্ঠানকে ভেস্তে দিতে নজরে এল না কোনও বাঁধা। যদিও বাম ছাত্র সংঘটন এসএফআইয়ের দাবি, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রামনবমী পালনে সফল হয়েছে গৈরিক ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু থাকলে ফাঁকা মাঠে গোল করতে পারত না। যদিও এবিভিপির দাবি, সারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

কার্যত রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে যাদবপুর ক্যাম্পাসে রামনবমী পালন করল আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। দীর্ঘ দিনের প্রচেষ্টার বাস্তবায়ন হল রবিবার। এবিভিপির দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, ‘‘গতবছর আমরা রামনবমীর শোভাযাত্রা বার করতে চেয়েছিলাম, কিন্তু এসএফআইয়ের বাঁধায় সেটা সফল হয়নি। এবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যা-ই হয়ে যাক, এ বার আমরা করবই। আমরা করেছি।’’ তিনি আরও বলেন, ‘‘ক্যাম্পাসে যদি ইফতার পার্টি হতে পারে, দেশ-বিরোধী অন্য কার্যকলাপ করতে পারে, তা হলে রামনবমী হবে না কেন?’’ যাদবপুরের ছাত্র রাজনীতি সম্পর্কিত ওয়াকিবহালদের অনেকের বক্তব্য, ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের একটা অংশের ম‌ধ্যে এবিভিপির প্রভাব রয়েছে। এ বার সেটাকেই সংগঠিত রূপ দিতে পেরেছে তারা।

এই প্রসঙ্গে এসএফআই নেত্রী কৌশিকী ভট্টাচার্যের পাল্টা বক্তব্য, ‘‘ওরা ইচ্ছাকৃত ভাবে বিদ্বেষের বীজ বুনতে ইফতারের কথা বলছে। যাদবপুর ক্যাম্পাসে সরস্বতী পুজো হয়, দুর্গাপুজোও হয়। সে কথা ওরা বলছে না। ওদের পুজো করতে কেউ কখনও বাধা দেয়নি। কিন্তু ওরা বিদ্বেষের কথা বলে। তাই যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা আপত্তি জানায়।’’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন