“অন্তত গ্রুপ সি-র চাকরির ব্যবস্থা করব’, ‘অযোগ্য’দের পাশে থাকার বার্তা মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

১০ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরও যাঁদের ‘অযোগ্য’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাঁরা যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান, তার ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই শিক্ষক দিবস। তার প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি।

মমতা এদিন বলেছেন, ‘১০ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরও যাঁদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, আমরা তাঁদের নিয়ে আইনি আলোচনা করছি। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তাঁরা আর শিক্ষক হতে পারবেন না, কিন্তু তাঁরা যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান, তার ব্যবস্থা করার চেষ্টা করছি। তাঁদের হতাশ হতে বারণ করব।’

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিন রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মান দেওয়া হয়। শিক্ষারত্ন পান ৭৩ জন শিক্ষক। তাঁদের মধ্যে ৩৯ জন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ২১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ১৩ জন ভোকেশনাল এবং আইআইটি বিষয়ক শিক্ষক। শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষা এবং জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হওয়া ১৯ জন ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। ৩৮৭ জন কৃতীকে পুরস্কৃত করা হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন