চিনে যে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠক হয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দেখে মনে হচ্ছে যে সবচেয়ে গভীর, অন্ধকারতম চিনের কাছে হারিয়ে ফেলেছি আমরা। আশা করছি যে একসঙ্গে ওদের ভবিষ্যৎ সমৃদ্ধশালী হয়ে উঠবে।’ শেষের লাইনটা যে চরম কটাক্ষের সুরে বলেছেন ট্রাম্প, তা নিয়ে কোনও সন্দেহ নেই
যদিও বিষয়টি নিয়ে ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ট্রাম্পের মন্তব্যের কয়েক মিনিটের মধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠক শুরু হয়। আর সেই সাংবাদিক বৈঠকে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘এই মুহূর্তে ওই পোস্ট নিয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না।’