অন্ধকারে ডুবতে চলেছে সমগ্র পৃথিবী ! জানুন কেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : একঘণ্টার জন্য অন্ধকারে ডুবতে চলেছে পৃথিবী ৷ আজ বিশ্বডুড়ে পালন করা হতে চলেছে আর্থ আওয়ার ৷ প্রতি বছর 22 মার্চ একঘণ্টা আলো নিভিয়ে ‘আর্থ আওয়ার দিবস’ পালন হয় বিশ্ব জুড়ে । এই বছর রাত 8.30 মিনিট থেকে 9.30 মিনিট পর্যন্ত জনবহুল এলাকা থেকে শুরু করে ঐতিহাসিক-পর্যটন স্থান, সরকারি অফিসের আলো নিভানো থাকবে ৷ সেইসঙ্গে বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা হবে ।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (WWF)-এর উদ্যোগে বিশ্বব্যাপী এই দিন পালন করা হয় ‘আর্থ আওয়ার দিবস’ ৷ এই উদ্যোগ বিশ্বজুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়, ব্যবসায়ী এবং সরকারকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একযোগে কাজ করতে আমন্ত্রণ জানায়। বিশ্বের প্রায় 190টি দেশ আর্থ আওয়ার দিবস পালন করে ৷

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

আর্থ আওয়ার দিবসের চিন্তা 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রথম শুরু হয় ৷ এরপর ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে । প্রাথমিকভাবে, এটি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান উদ্বেগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান ছিল ৷ যার উদ্দেশ্য ছিল শক্তি সঞ্চয়ের জন্য আলো নিভিয়ে দেওয়া কিছুক্ষণের জন্য । সেই থেকেই আর্থ আওয়ার দিবস পরিবেশগত সমর্থন এবং নীতি পরিবর্তনের আহ্বানে পরিণত হয়েছে । সমস্ত রকম চ্যালেঞ্জ সত্ত্বেও, বিশ্ববাসী শক্তি সঞ্চয়ের লক্ষ্যে এই দিনটি উদযাপন করে একত্রিত হয়ে ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন