Bangla News Dunia, দীনেশ :- সামনেই বাংলা নববর্ষ। অনেকেই এদিন মন্দিরে পুজো দিয়ে থাকেন। আবার অনেকেই চান এই বিশেষ দিনে পরিবারের মঙ্গল কামনায় বিশেষ কোনও মন্দিরে পুজো দিই। যাদের মাথায় বর্তমানে এই ভাবনা ঘুরছে তাঁদের সতর্ক করল তারাপীঠ মন্দির কমিটি (Tarapith Temple)।
আরও পড়ুন:- বেকারদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেবে কলকাতা পুরনিগম, জেনে নিন বিস্তারিত
ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। তারাপীঠ মন্দিরের কিছু সেবায়েত অনলাইনে ভিডিও করে রীতিমতো বিজ্ঞাপনী প্রচার করেছেন। তাঁরা বলছেন, অনলাইনে (Online) পুজো বুক করলে বাড়িতে বসে মিলবে প্রসাদ ও ভিডিও প্রুফ (রেকর্ড)। ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে। ৬০১ টাকা থেকে পুজো শুরু হবে। যে যার ইচ্ছেমতো টাকা খরচ করে পুজো দিতে পারবেন।
আরও পড়ুন:- ডায়মন্ড হারবারে ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক! শুনানি হবে হাইকোর্টে
এই ভিডিও চোখে পড়তেই বেজায় চটেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মন্দির কমিটির সভাপতি জানান, ‘তারাপীঠ মন্দিরের কোনও নিজস্ব অনলাইন মাধ্যম বা পেজ নেই। যার মাধ্যমে ঘরে বসে পুজো দিয়ে প্রসাদ পাবেন ভক্তরা। ফেসবুক ও ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে অনেক ভক্তই তারাপীঠ মন্দিরে পুজো দেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা প্রতারিত হন। সেই কারণে আমরা একাধিকবার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছি। ভক্তরা অনলাইনে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রতারিত হয়েছেন। আর এই জন্যই ভক্তদের উদ্দেশে আমাদের একটাই বার্তা। দয়া করে অনলাইনে কোনও বিজ্ঞাপন দেখে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন না। এভাবে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা তারাপীঠ মন্দিরে নেই। তবে নিজের পরিচিত সেবায়েত যদি কেউ থাকে তাঁর মারফত পুজো দিতে পারেন। সে ক্ষেত্রে সেবায়েতরা ডাকযোগে প্রসাদ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।’