অপারেশন সিঁদুরের ক্ষত সেরে ওঠেনি ! এখনও বন্ধ পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানঘাঁটি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এখনও সম্পূর্ন মেরামত করা হয়নি, তাই আরও বেশ কিছুদিন বন্ধ থাকবে পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানঘাঁটি! অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই রহিম ইয়ার খান বায়ুসেনাঘাঁটি তাদের মধ্যে অন্যতম। সূত্রের খবর, পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, আগামী ৬ অগাস্ট ভোর ৫ টা ২৯ মিনিট(ভারতীয় সময়) পর্যন্ত বন্ধ থাকবে রহিম ইয়ার খান বিমানঘাঁটি।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

প্রসঙ্গত, সিঁদুর অভিযান যেদিন সংঘটিত হয়েছিল সে দিনই পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানান হয় রহিম ইয়ার খান ঘাঁটি বন্ধ রাখার কথা। এরপর থেকেই বেশ কয়েক দফায় বেড়েছে এই বিমানঘাঁটি বন্ধ থাকার মেয়াদ। তবে এর নেপথ্যে কী কারণ রয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানান হয়নি।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনার তরফে কিছু উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে, রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়ের মাঝামাঝি সৃষ্টি হয়েছে এক গভীর গর্তের। ওই বিমানঘাঁটিতেই থাকা একটি বাড়িতেও ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছিল সেই উপগ্রহ চিত্রে। এবার পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানান হল রানওয়ে বন্ধ থাকার কথা। যার দরুন মনে করা হচ্ছে যে, অপারেশন সিঁদুরের সময় বিমানঘাঁটিতে হওয়া ক্ষয়ক্ষতি এখনও মেরামত করে উঠতে পারেনি পাকিস্তান।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন