Bangla News Dunia, দীনেশ :- পাক সেনার একটি বিমান অবতরণের সময় চাকায় আগুন (Fire)। শনিবার ঘটনায় শোরগোল পড়ল লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Allama Iqbal International Airport)। তার জেরে ওই বিমানবন্দরের প্রায় সব বিমান বাতিল করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন
লাহোর বিমানবন্দরের একাধিক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। তাতে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ছেয়ে গিয়েছে বিমানবন্দরের বিস্তীর্ণ অংশ। যাত্রীরা কোনওরকমে দাঁড়িয়ে আছেন। দমকল জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
Fire breaks out at Allama Iqbal International Airport. It is also known as Lahore International Airport, Pakistan.#Terrorism #Fire #PehalgamTerroristAttack pic.twitter.com/oFeZCp7MNQ
— Kapadia CP (@Ckant72) April 26, 2025
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিমান পরিষেবা আবার কখন স্বাভাবিক হবে, তা এখনও বলা যাচ্ছে না। এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাক বায়ুসেনার একটি বিমানের চাকায় অবতরণের সময়ে মাটি ছোঁয়ার কিছু আগেই আগুন ধরে যায়। আগুন দেখে দমকলে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন
আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video