অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার খবর পেয়ে প্রশাসন কি ব্যবস্থা নিলো ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ৷ বর্তমানে জমির কী পরিস্থিতি, সেই বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য চাইলেন জেলাশাসক ৷ তার পরিপ্রেক্ষিতে বুধবার সাত সকালে বোলপুরের মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুদীপ মজুমদার, বোলপুরের ভূমি আধিকারিক সব্যসাচী ঘটক-সহ চার সদস্যের দল এসে জায়গাটির মাপজোক করেন ।

জানা গিয়েছে, পূর্বপল্লীর শেষপ্রান্তে অবনপল্লীতে শিল্পীর এই ‘আবাস’ নামক বাড়িটি ভেঙে ফেলার কাজ চলার মধ্যেই যে জায়গাটি নিয়ে প্রশ্ন উঠেছে এটি ব্যক্তিগত রায়তি জমি । বিক্রি করার অধিকারও রয়েছে । কিন্তু কী এমন পরিস্থিতি তৈরি হল যে ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত এই বাড়ি বিক্রি করতে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিবারকে ? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অংশ অথবা শান্তিনিকেতনে ইউনেসকোর ঘোষণা করা বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মধ্যে বাড়িটি না থাকলেও কেন তা বিক্রি করা হচ্ছে, এই নিয়েও রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে ।

আরও পড়ুন:- ব্যাংক অফ বরোদাতে ৪০০০ শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ১৫,০০০/- টাকা, শীঘ্রই আবেদন করুন

ABANINDRANATH TAGORE HOUSE DEMOLISHED

অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িভাঙার খবর পেয়ে বুধবার সকালে পরিদর্শনে গেলেন প্রশাসনের আধিকারিকরা 

ক্ষোভ, আক্ষেপ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে বিশ্বভারতীর প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদের মধ্যেও । ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা যায়, শান্তিনিকেতনের তালতোড় মৌজায় অবনপল্লীর বাড়ি সমেত জমিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতি স্বর্গীয় অমিতেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী উত্তর 24 পরগনার সল্টলেক, বিধাননগরের বাসিন্দা অরুন্ধতী ঠাকুর এবং অমিতেন্দ্রনাথের পুত্র অয়নেন্দ্রনাথ ঠাকুর গত বছর এপ্রিলে বাড়ি সমেত জমিটি বিক্রি করেন ।

 

সেটি কেনেন উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুরের বাসিন্দা প্রীতম নন্দী ও চন্দন কুমার রায় । জমিটির পরিমাণ 14 কাঠা 17 গন্ডা । যদিও এ প্রসঙ্গে বোলপুরের মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুদীপ মজুমদার বলেন, “জেলা প্রশাসনের নির্দেশেই ঐতিহ্যমন্ডিত জায়গাটির যাবতীয় খুঁটিনাটি তথ্য যাচাই করা হচ্ছে ।” যদিও এই বিষয়ে জমিটির বর্তমান মালিক প্রীতম নন্দী ও চন্দন কুমার রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে আপাতত ঐতিহ্যমন্ডিত বাড়িটির ভাঙার কাজ বন্ধ রেখেছে বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকরা ।

আরও পড়ুন:- ভারতের ইউটিউব রাজধানী বলেই বিখ্যাত, কীভাবে মিলল এই তকমা ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন