অবশেষে আধার দপ্তরে কর্মী নিয়োগ শুরু হয়েছে, মাধ্যমিক পাশে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : সম্প্রতি আধার দপ্তর অর্থাৎ Unique Identification Authority of India (UIDAI) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞতি অনুযায়ী বলা গিয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় ‘আধার সুপারভাইজার’ পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে সারা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থী।

তারজন্য আমরা এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে দিলাম । যার সাহায্যে আপনার খুব সহজেই এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং, দেরি না করে সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন ও তারপরেই আবেদন করবেন।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : Unique Identification Authority of India (UIDAI)

পদের নাম (Post Name) : চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে Aadhar Supervisor পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

বয়সসীমা (Age Limit) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 25,500 টাকা ।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মকে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়ে সমস্ত কিছু একবার চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। তার জন্য শুধুমাত্র আবেদনকারী চাকরিপ্রার্থীর কাছে সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে।

কর্মস্থল (Work Place) :

এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের একেবারে নিজের এলাকার নিজের এলাকার সংলগ্ন আধার দপ্তরে নিয়োগের সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যের মোট 23টি জেলায় এই নিয়োগটি চলছে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

চাকরিপ্রার্থীদের জন্য এখানে আবেদন গ্রহণ করা হবে আগামী 30.04.2025 তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন