Bangla News Dunia : S. Datta Roy – নিরন্তর গবেষণা করে শেষ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষাকারী একটি ওষুধের সন্ধান পাওয়া গেলো। ব্রিটিশ বিশেষজ্ঞরা করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন নামের ওষুধটি বড় সাফল্য পেয়েছে বলে মনে করেন। এই ওষুধটির সাহায্যে করোনা রুগীদের জীবন বাঁচানো সম্ভব। এই ওষুধের মধ্যে কম ডোজের স্টেরয়েড আছে।
করোনা আক্রান্ত রুগী যারা শ্বাসকষ্ট জনিত কারণে ভেন্টিলেটরে আছে তাদের মৃত্যু হার ১/৩ কমিয়ে আনে এই ওষুধ। বিশ্বজুড়ে পরীক্ষা চালানো হয় যে এই ওষুধ করোনা ভাইরাসের চিকিৎসায় কাজ করে কিনা। ওষুধটি অন্যান্য অনেক ওষুধের চেয়ে সস্তা। কোভিদ ১৯ -এ আক্রান্ত হবার পর এই ওষুধ খেয়ে ২০ জনের মধ্যে ১৯ জনই হসপিটালে না গিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
আর যারা হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তারাও এই ওষুধেই সেরে উঠেছে। যাদের শাসকষ্টের সমস্যা আছে তাদের ভেন্টিলেটরে দেওয়ার পরে এই ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে। ডেক্সামেথাসোন নামের ওষুধটি মানব দেহে প্রদাহ কমাতে ব্যবহার করা হয়।
Highlights
১. করোনা ভাইরাসের চিকিৎসায় ডেক্সামেথাসোন নামের ওষুধটি বড় সাফল্যে পেয়েছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা।
২. এই ওষুধের মধ্যে কম ডোজের স্টেরয়েড আছে।
# Corona # Treatment # Medicine