অবশেষে জব কার্ডের টাকা দিবে কেন্দ্র সরকার, হাইকোর্টের বড় নির্দেশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : চার বছর ধরে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্র না দেওয়ায় এবার সরব হল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপ্যাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়—এই প্রকল্পের আওতায় থাকা মানুষের অধিকার খর্ব করা যাবে না। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে টাকা ছাড়ের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

আদালতের মতে, দুর্নীতির অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত হোক, কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করুক—কিন্তু সেই অজুহাতে প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের সুবিধা আটকে রাখা সংবিধানবিরুদ্ধ। একইসঙ্গে রাজ্য সরকারকেও তাদের অংশের আর্থিক অবদান নিশ্চিত করতে বলা হয়েছে।

এই মামলায় দুটি পৃথক জনস্বার্থ মামলা দাখিল হয়েছিল হাই কোর্টে। একটি দায়ের করে পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতি এবং অপরটি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যেখানে বকেয়া অর্থ না মেটানোর প্রতিবাদ তোলা হয়, অন্যদিকে প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়।

এই দুর্নীতির তদন্তে হাই কোর্ট একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন এক জন নোডাল অফিসার। তাদের রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং জেলায় মোট ২ কোটি ৩৯ লক্ষ টাকা অনিয়মের মাধ্যমে বরাদ্দ করা হয়েছিল, যা পরে উদ্ধারে সক্ষম হয় তদন্ত কমিটি।

কেন্দ্রের দাবি, দুর্নীতির পরিমাণ আরও বেশি—মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা, যার একটি বড় অংশ এখনও ফেরত আসেনি।

এই অবস্থায়, আদালত প্রশ্ন তোলে—দুর্নীতি যেখানে প্রমাণিত, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এবং যাঁরা প্রকৃত উপভোক্তা, তাঁদের কেন এখনও টাকা দেওয়া হচ্ছে না? এ নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন