অবশেষে জামিন কাকুর ! সুজয়কৃষ্ণকে অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দুই বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। তাঁর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। সেই থেকে তিনি প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল। এরপর বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। পরে এই নিয়ে কালীঘাটের কাকু পাল্টা মামলা করে কলকাতা হাইকোর্টে। তবে সম্প্রতি স্বস্তি মিলল সুজয়কৃষ্ণ ভদ্রের। অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন : ১৯ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, এগিয়ে ‘জায়ান্ট কিলার’

অবশেষে জামিন মঞ্জুর কালীঘাটের কাকুর

এর আগে ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আর এবার অবশেষে CBI-এর মামলাতেও অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিনি। আগামী ৩১ মার্চ পর্যন্ত জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে একাধিক হাসপাতাল। সেই সব রিপোর্ট আদালতে জমা দেন ‘কালীঘাটের কাকু’। সেই ভিত্তিতেই আদালত শর্তসাপেক্ষে আবেদন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, বেহালার বাড়িতেই থাকতে হবে তাঁকে। বাড়ি এবং হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। CBI-কে জানিয়ে দু’টি মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন। তাঁর ফোনের উপর নজরদারি চালাতে পারবে CBI।

আরও পড়ুন : উচ্চশিক্ষার জন্য টাকার চিন্তা ? SBI আনল ১০০% ফাইন্যান্সড শিক্ষাঋণ, জানুন আবেদন প্রক্রিয়া

আরোপ করা হল একাধিক শর্ত

এছাড়াও আদালতের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে চিকিৎসক, আইনজীবী এবং বাড়ির লোক ছাড়া কেউ দেখা বাইরের আর কোনো লোক দেখা করতে পারবে না সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে। সমস্ত কিছু পর্যবেক্ষণের জন্য তাঁর বাড়িতে মোতায়েন থাকবে CRPF। আগামী ২০ মার্চ পরবর্তী শুনানি। এদিকে আদালতের এই রায়ে CBI-এর আইনজীবিরা বি.আর সিংহ হাসপাতাল থেকে আবারও স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন জানান।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন