অবশেষে প্রতীক্ষার অবসান! পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) তাদের ১১/২০২৩ নম্বর বিজ্ঞপ্তির ভিত্তিতে অনুষ্ঠিত হতে চলা মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (ফাইনাল) পরীক্ষা, ২০২৩-এর দিনক্ষণ ঘোষণা করেছে। যে সকল পরীক্ষার্থীরা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। পরীক্ষাটি আগামী ৩১শে আগস্ট, ২০২৫, রবিবার অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত
এই চূড়ান্ত পর্যায়ের পরীক্ষাটি পরীক্ষার্থীদের সরকারি চাকরিতে প্রবেশ করার স্বপ্ন পূরণের দ্বিতীয় ও গুরুত্বপুর্ন ধাপ। তাই এই সময় প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। আসুন, আমরা এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য এবং শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
পরীক্ষার তারিখ ও স্থান
পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মিসলেনিয়াস সার্ভিসেস ফাইনাল পরীক্ষাটি ৩১শে আগস্ট, ২০২৫ (রবিবার) তারিখে কলকাতার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য তাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে, যা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচী
পরীক্ষাটি একই দিনে তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বের জন্য আলাদা বিষয় এবং সময়সীমা ধার্য করা হয়েছে। সম্পূর্ণ সময়সূচীটি নিচে দেওয়া হল:
- প্রথম পর্ব (Paper – I):
- সময়: সকাল ৯:০০ টা থেকে সকাল ১০:৩০ টা পর্যন্ত।
- বিষয়: ইংরেজি (English)।
- দ্বিতীয় পর্ব (Paper – II):
- সময়: সকাল ১১:৩০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।
- বিষয়: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি (যেকোনো একটি)।
- তৃতীয় পর্ব (Paper – III):
- সময়: দুপুর ২:৩০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত।
- বিষয়: জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক (General Studies & Arithmetic)।
আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর