অবশেষে রাজ্য বিমা নিগমে প্রকাশিত হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : Employees State Insurance Corporation (ESIC) বা কর্মচারী রাজ্য বিমা নিগম এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে নূন্যতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর সহ আরো বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : আমরা এই প্রতিবেদনে আলোচনা করেছি Employees State Insurance Corporation (ESIC) বা কর্মচারী রাজ্য বিমা নিগম এ তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে।

পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হয়েছে গত 17.04.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 4 ধরনের পদে । সেগুলি হলো –

  • Professor
  • Associate Professor
  • Assistant Professor
  • Senior Resident

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

প্রফেসার, অ্যাসোসিয়েট প্রফেসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদগুলিতে আবেদন করতে হলে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের MD/MS/DNB পাস থাকতে হবে। এছাড়াও ESIC Recruitment 2025 উল্লেখিত পদের নন মেডিকেল শাখায় আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপরে M.Sc কিংবা PhD ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রেই নূন্যতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 25 বছর। কিন্তু যে সমস্ত সংরক্ষদে শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন, তারা সরকারি নিয়মানুজ এই বয়সের ছাড় পেয়ে থাকবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 1,27,141 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদের সংখ্যা হলো 47টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীরা এখানে আলাদাভাবে কোনো রকম আবেদন করার প্রয়োজন পড়বে না। কেননা এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে। তার জন্য ইন্টারভিউ এর দিন সমস্ত রকম ডকুমেন্ট সহযোগে ইন্টারভিউস্থানে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হবে আবেদনকারী চাকরিপ্রার্থীকে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে।

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

এখানে ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়াটি হবে আগামী 05.05.2025 এবং 06.05.2025 তারিখে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন