Bangla News Dunia, দীনেশ : অবশেষে অপেক্ষার অবসান। গ্রামের ১২০০ মিটার রাস্তার কাজ (Road Work) শুরু হল। এত বছর ধরে ঢালাই না হওয়ায় চরম দুর্ভোগে পড়তেন মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামের নারায়ণপুর ছোট বাথান সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ।
এবার ওই রাস্তার কাজের সূচনা হতেই গ্রামের মানুষ রসগোল্লা বিলি করলেন। নারকেল ফাটিয়ে ওই রাস্তার কাজের সুচনা করেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, সহ সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ প্রমুখ। বিধায়ক বলেন, ‘সরকারি নিয়ম মেনে রাস্তা তৈরি করা হবে।’
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে নবগ্রাম নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পিএনএল রোড থেকে হরিদাসডাঙা এলাকায় ১২০০ মিটার ঢালাই রাস্তার কাজ হবে। ওই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা। এতদিন বর্ষাকালে এলাকার মানুষকে ঘুরপথে গোপগ্রাম হয়ে ১২ নম্বর জাতীয় সড়কে উঠতে হত। বর্ষাকালে সবচেয়ে সমস্যায় পড়তে হত অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য
এদিকে কাদা পেরোতে না পেরে এলাকার বয়স্ক ও স্কুল পড়ুয়ারা বর্ষাকালে প্রায় গৃহবন্দি হয়ে দিন কাটাতে হত বলে জানা গিয়েছে। এবিষয়ে স্বপন সরকার, বিকাশ রায়রা বললেন, গ্রীষ্মকালে এই রাস্তা পেরিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে হত। তবে বর্ষাকালে চরম ভোগান্তি পোহাতে হত কয়েকটি গ্রামের মানুষকে।’
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
পঞ্চায়েত প্রধান উত্তম মণ্ডল বলেন, ‘রাস্তাটি পথশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাস্তাটি হয়ে গেলে ছোট বাথানের পাশাপাশি কারগিলডাঙা, হরিদাসডাঙা, নারায়ণপুর গ্রামের বাসিন্দারা উপকৃত হবেন।’ এব্যাপারে নবগ্রাম পঞ্চায়ত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ বলেন, ‘ওই রাস্তা নির্মাণের ফলে এলাকার বেশ কয়েকটি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। তাছাড়া বাসিন্দারা সহজে জাতীয় সড়কে উঠে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন। ব্যবসা বাণিজ্যেও বাড়বে।’