Bangla News Dunia, Pallab : দীর্ঘদিন ধরে আমাদের দেশের বিভিন্ন জনসাধারণ খুব একটি বিষয় নিয়ে চিন্তিত যে আসল নাগরিকত্ব প্রমাণ করে কোন ডকুমেন্টস। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্ট কর্তৃক এই প্রশ্নের উত্তর দিয়ে আজকে রায়দান দিল। সাধারণ জনগণের জন্য বেশ কয়েকটি জরুরি ডকুমেন্ট রয়েছে তার মধ্যে হলো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও রেশন কার্ডসহ পাসপোর্ট। তবে অনেকের মধ্যে এখন সংশয় এদের মধ্যে কোনটি আসলে নাগরিকত্ব প্রমাণ করে।
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট
এদিন সুপ্রিম কোর্ট কর্তৃক বেশ কিছুদিন ধরে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ হিসেবে কতটা ভূমিকা পালন করে তাই স্পষ্ট করে দিল। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না। তবে কি সে ডকুমেন্টস যার মাধ্যমে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন আরো বিস্তারিত জানতে
আজ সুপ্রিম কোর্ট মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছে—নির্বাচন কমিশন (ECI) সঠিক বলেছেন। আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না। আদালতের মতে, আধারের তথ্য অবশ্যই যাচাই করা জরুরি, কারণ এটি নাগরিকত্ব নিশ্চিত করে না।
ECI-র ক্ষমতা: ভোটার তালিকা সংশোধনের নৈতিক অধিকার
এদিকে বিহারের ভোটার তালিকা সংশোধনের (SIR) অধিকার এবং প্রক্রিয়া নিয়েও আদালতে আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট বেঞ্চ থেকে জানানো হয়, যদি ECI-র আইনগত ক্ষমতা থাকে, তবে এই প্রক্রিয়ায় কোনো সমস্যা নেই।
“বিশ্বাসের অভাব”—বিপুল ভোটার বাদ যাওয়ার কারণ
এদিন আদালত মন্তব্য করেছে, ভোটার বাদ যাওয়ার বিতর্ক মূলত “বিশ্বাসের অভাব” থেকে এসেছে। SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ায় মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।
অনুপস্থিত নথিপত্র নিয়ে বিতর্ক
এদিন আইনজীবী পক্ষ থেকে জানানো হয়, অনেক ভোটারের কাছে প্রয়োজনীয় নথি নেই। তবে আদালত এ যুক্তি মানেনি। এদিন আদালতের মতে, প্রতিটি মানুষের কাছে কোনো না কোনো সরকারি নথি থাকে—যেমন সিম কার্ড নিবন্ধনের কাগজ, জন্মসনদ ইত্যাদি।
ভোটারের অধিকার ও খসড়া তালিকার স্বচ্ছতা
এদিন আদালতে বলা হয়, খসড়া ভোটার তালিকা দেখার অধিকার প্রতিটি ভোটারের রয়েছে এবং প্রয়োজনে তাতে আপত্তি জানানোর সুযোগও রাখতে হবে।
পুরো প্রক্রিয়ায় ত্রুটি প্রমাণিত হলে SIR বাতিলের সম্ভাবনা
সুপ্রিম কোর্ট সতর্ক করেছে—যদি প্রমাণিত হয় যে SIR প্রক্রিয়ায় কোনো অবৈধতা হয়েছে, তবে পুরো প্রক্রিয়া বাতিল হতে পারে, এমনকি নির্বাচনের সময় ঘনিয়ে এলেও।
সারসংক্ষেপ: নজর দেওয়ার মূল বিষয়গুলো
বিষয় | সংক্ষিপ্ত বিবরণ |
---|---|
আধার সম্পর্কিত সিদ্ধান্ত | আধার নাগরিকত্বের নিশ্চয় প্রমাণ নয়; যাচাই প্রয়োজন। |
SIR-এর বৈধতা | ECI-র ক্ষমতা নিশ্চিত হওয়া জরুরি। |
নথিপত্র সমস্যা | অধিকাংশ অজুহাত আদালত গ্রহণ করেনি। |
ভোটারের অধিকার | খসড়া তালিকা দেখা ও আপত্তি জানানোর সুযোগ থাকতে হবে। |
ত্রুটি প্রমাণিত হলে | পুরো প্রক্রিয়া বাতিলের ঝুঁকি রয়েছে। |
আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো