অবশেষে RG করের নির্যাতিতার ডেথ সার্টিফিকেট হাতে পেল পরিবার !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আরজি কর কাণ্ডের ৭ মাস পেরিয়ে গিয়েছে (RG Kar Case)। অবশেষে নির্যাতিতা তরুনী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট (Death certificate) পেল তাঁর পরিবার। সূত্রের খবর, বুধবার নির্যাতিতার বাড়িতে যান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনিই নিহত চিকিৎসকের বাবার হাতে ডেথ সার্টিফিকেটটি তুলে দেন। ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি বলে এর আগে একাধিকবার অভিযোগ করেছিল নির্যাতিতার পরিবার।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

এদিন ডেথ সার্টিফিকেট হাতে পাওয়ার পর নির্যাতিতার বাবা বলেন, ‘আমাদের বাড়িতে এসেছিলেন স্বাস্থ্যসচিব। মেয়ের ডেথ সার্টিফিকেটের মূল কপিটা দিয়ে গিয়েছেন গেলেন। পরবর্তীতে অন্য কপি দরকার হলে এমএসভিপি তা দিয়ে দেবেন বলেছেন। আমাদের কাছে লিংক এসে গিয়েছে। প্রয়োজনে প্রিন্ট আউটও বার করে নিতে পারব।’ তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বর মাস থেকে ডেথ সার্টিফিকেট পাওয়ারচেষ্টা করছিলাম। গত ৩১ জানুয়ারি লিখিত দিয়েছিলাম। অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। তবে শেষে এটা আমরা পেয়েছি, তার জন্য ধন্যবাদ সবাইকে। কিন্তু এতটা দেরি কেন হল সেই জবাবটা পাইনি।’

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি করের এক সেমিনার হল থেকে তরুনী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে। এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ। ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। যদিও নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে।

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন