Bangla News Dunia, দীনেশ :- বিয়ের বাকি ১ সপ্তাহ। তার আগেই মেয়ের বাগদত্তার সঙ্গে পালিয়ে গেলেন মা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। শুধু পালিয়েই যাননি ওই মহিলা রীতিমতো মেয়ের বিয়ের জন্য জমানো কয়েক লক্ষ টাকা ও গয়নাও নিয়ে হাওয়া হয়ে গেছেন বলে খবর। কনের বাবা জিতেন্দ্র কুমার মেয়ের হবু বর ও স্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন:- একবার রিচার্জে চলবে পাঁচটি সিম। ধামাকাদার প্ল্যান আনলো এই কোম্পানি
জানা গেছে, জিতেন্দ্রবাবুর মেয়ের বিয়ে ১৬ এপ্রিল নির্ধারিত ছিল। সব আয়োজন সম্পূর্ণ। নিমন্ত্রিতদের কার্ডও বিলি হয়ে গিয়েছে। কেনাকাটাও বহুলাংশে শেষ। বাকি প্রস্তুতিও চলছিল জোরকদমে। কিন্তু তারই মধ্যে তাঁর স্ত্রী মেয়ের হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন জিতেন্দ্র। তাঁর অভিযোগ, ৩.৫ লক্ষ নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছেন তাঁর স্ত্রী।
আরও পড়ুন:- চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
জিতেন্দ্র কুমারের দাবি, তাঁর হবু জামাই মেয়ের থেকে বেশি তাঁর স্ত্রীর সঙ্গেই কথা বলতেন। প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ ঘন্টা তাদের মধ্যে কথাবার্তা হত। তিনি নিজে কাজের জন্য বেঙ্গালুরুতে থাকতেন। গ্রামে ফিরে বিষয়টি নিয়ে তাঁর সন্দেহ হয়। তিনি আরও জানিয়েছেন, হবু জামাই একসময় তাকে বলেন, ‘তুমি ওকে ২০ বছর ধরে কষ্ট দিয়েছো। এখন ওকে বাঁচতে দাও। ওকে ভুলে যাও।’ গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জিতেন্দ্র কুমারের মেয়ে শিবানীও। তিনিও জানান, ‘আমি আমার জিনিসপত্র ফেরত চাই, তারপর মা ও ওই লোকটা বেঁচে থাকুক বা মরে যাক তাতে আমার কিছু যায় আসে না।’ পুলিশ অভিযোগ নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:- প্রতিমাসে ফ্রিতে রেশন পেতে চান? তার জন্য কি করতে হবে? এক ক্লিকে জেনে নিন