অবাক কান্ড : সুখী দেশের তালিকায় ভারতের আগে পাকিস্তান ! জানুন শীর্ষে রয়েছে কারা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েলবিইং রিসার্চ সেন্টার ২০২৫ সালে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলির একটি তালিকা থুড়ি ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’(World Happiness Report ) প্রকাশ করেছে। ১৪৭ টি দেশের এই তালিকায় ভারতের স্থান ১১৮। পূর্বের মতো এবারও তালিকার শীর্ষে রয়েছে পৃথিবীর সুখীতম দেশ ফিনল্যান্ড। এই তালিকায় সবার নীচে রয়েছে আফগানিস্তান। উল্লেখ্য, এই তালিকায় ভারতের সর্বনিম্ন অবস্থান হয়েছিল ২০১২ সালে। সেবার ১৪৪ নম্বরে নেমে গিয়েছিল আমাদের দেশ। ২০২২ সালে এই অবস্থান ছিল সর্বোচ্চ,৯৪। আমেরিকা এই তালিকায় রয়েছে ২৪ নম্বরে।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

উল্লেখ্য,এই তালিকা প্রস্তুত করার প্রক্রিয়ায় মূলত ৬টি ব্যাখ্যামূলক বিষয় বিবেচনা করা হয়েছে- সামাজিক সহায়তা, মাথাপিছু জিডিপি, স্বাস্থ্য ও আয়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি। উচ্চ জনসংখ্যা এবং বৃহত্তর পরিবারে বসবাসের অভ্যাসের কারণে ভারত সামাজিক সহায়তার বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, কিন্তু ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে সর্বনিম্ন। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা ১৩৩, বাংলাদেশ ১৩৪, পাকিস্তান ১০৯, নেপাল ৯২ এবং চিন ৬৮ নম্বরে রয়েছে।

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন