Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ডার-গাভাসকর ট্রফিতে দারুণ ফর্মে ছিলেন তরুণ এই ওপেনার। দলের তারকা ব্যাটাররা যখন ব্যর্থ হয়েছেন, তখন কঠিন পরিস্থিতিতেও ক্রিজ়ে টিকে থেকে রান করেছেন যশস্বী জয়সোয়াল। তার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও জায়গা পেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসির এই প্রতিযোগিতা।
তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ় খেলছে ভারত। সিরিজ়ের প্রথম ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে ৫০ ওভারের ফর্ম্যাটে, কিন্তু রান পাননি। সেটাই কি কাল হয়ে দাঁড়াল যশস্বীর জন্য?
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন যশস্বী জয়সোয়াল। জশপ্রীত বুমরার না খেলা নিশ্চিত হওয়ায় দলে দুটি পরিবর্তন করেছে ভারত। যশস্বীর জায়গায় চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন দারুণ ফর্মে থাকা স্পিনার বরুণ চক্রবর্তী। বুমরার জায়গায় দলে এসেছেন আর এক পেসার হর্ষিত রানা। যশস্বীর বাদ পড়ার সিদ্ধান্তে অবাক এবং কিছুটা হলেও হতাশ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, দলে চার স্পিনার থাকার পরেও বাঁহাতি ওপেনারকে বসিয়ে বরুণকে নেওয়ায় উঠছে প্রশ্ন।
আরও পড়ুন:- কৃষিতে ক্ষতি-রোগব্যাধি সৃষ্টিকারী ফলের মাছির থেকে মুক্তির উপায় কী ? গবেষণায় মিলল ইতিবাচক ফলাফল
কেন বাদ পড়লেন যশস্বী?
ফর্মের বিচারেই যশস্বীকে বাদ দেওয়া হয়েছে এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১৫ রান করেন তিনি। পরের ম্যাচে বিরাট ফেরায় যশস্বী জায়গা হারান প্রথম একাদশে। অন্য দিকে, দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করে বড় ইনিংস খেলেছেন শুবমান গিল। গত ম্যাচে সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন আর এক ওপেনার রোহিত শর্মা। তাই ওপেনিংয়ে রোহিত-শুবমান জুটির নামা প্রায় নিশ্চিত।
ওপেনিং ছাড়া অন্য পজিশনে সেভাবে স্বচ্ছন্দ নন যশস্বী। এই কারণেই দ্বিতীয় ওডিআইতে শ্রেয়স আইয়ার খেললেও বসানো হয় জয়সোয়ালকে। তিন থেকে সাত, যে কোনও পজিশনেই ব্যাটিং করতে পারেন শ্রেয়স।
দুই ম্যাচে ভালো ইনিংস খেলে আছেন ছন্দেও। তাই মিডল অর্ডারে কে এল রাহুলের সঙ্গে অটোমেটিক চয়েস শ্রেয়স। হার্দিক, জাডেজা, অক্ষররাও ফর্মে থাকায় প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন ছিল যশস্বীর পক্ষে।
তা ছাড়াও, জাতীয় দলের হয়ে বড় মঞ্চে ওডিআই খেলার অভিজ্ঞতা নেই যশস্বীর। লিস্ট-এ ক্রিকেটে ৩৩ ম্যাচ খেলে প্রায় ৫৩ গড়ে ১৫২৬ রান করলেও, টেস্ট এবং টি-টোয়েন্টিতেই বেশি স্বচ্ছন্দ এই বাঁ হাতি ক্রিকেটার। বরুণ চক্রবর্তীর দুরন্ত ছন্দে থাকাও একটা ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠেছে যশস্বীর বাদ পড়ার ক্ষেত্রে। তাই প্রাথমিক স্কোয়াডে না থাকলেও শেষ মুহূর্তে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন বরুণ। দুর্ভাগ্য যশস্বীর।
আরও পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের রীতি শুরু হয়েছিল কীভাবে, সে এক অন্য কাহিনি