অমিত শাহের হুঙ্কার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শুক্রবার রাজ্যসভায় গৃহ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনার জবাবে জানিয়েছেন যে, নরেন্দ্র মোদী সরকারের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি রয়েছে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ভারতে মাওবাদ সম্পূর্ণরূপে নির্মূল হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি সরকারের কঠোর অবস্থান এবং জাতীয় নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

রাজ্যসভায় বিতর্কের জবাবে শাহ আরও বলেন, মোদী সরকার সংবিধানের প্রণেতাদের স্বপ্ন পূরণ করেছে ২০১৯ সালের ৫ আগস্ট আর্টিকেল ৩৭০ বাতিলের মাধ্যমে। তিনি জানান, “আর্টিকেল ৩৭০ ছিল কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদের ভিত্তি। তবে আমি সংবিধানের প্রণেতাদের ধন্যবাদ জানাই, কারণ তারা এই ধারাটিকে অস্থায়ী করেছিলেন এবং এটি বাতিলের পথও সংবিধানে রেখেছিলেন।” তিনি অভিযোগ করেন যে, ভোটব্যাঙ্কের রাজনীতি এবং জেদের কারণে এতদিন এই ধারা বহাল ছিল। “২০১৯ সালে আর্টিকেল ৩৭০ বাতিলের মাধ্যমে আমরা সংবিধান প্রণেতাদের স্বপ্ন পূরণ করেছি—এক দেশে দুই প্রধান, দুই সংবিধান এবং দুই পতাকা থাকতে পারে না,” তিনি যোগ করেন।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে ৭০ শতাংশ হ্রাস
অমিত শাহ জানান, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ, বামপন্থী উগ্রবাদ এবং উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহ ভারতের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের প্রতি সরকারের শূন্য সহনশীলতা নীতির কারণে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন